Lionel Messi : বিশ্বকাপ জেতানোর জের, আর্জেন্টিনার টাকায় এবার বসতে চলেছে মেসির মুখ

0
117
Lionel Messi : Lionel Messi's face to be put on Argentina bank notes after leading team to FIFA World Cup 2022 win
Lionel Messi : Lionel Messi's face to be put on Argentina bank notes after leading team to FIFA World Cup 2022 win

Lionel Messi – দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান। ১৯৮৬ সালের পর ফের আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের স্বাদ পেলো। গোটা টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরম্যান্স দিয়েছিলেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। এই ঐতিহাসিক জয়ের পর আর্জেন্টিনার ফিনানসিয়াল গভর্নিং বডি দেশের কারেন্সি নোটে মেসির মুখ বসানোর সিদ্ধান্ত নিয়েছে।

পাঁচ বারের চেষ্টায় অবশেষে কেরিয়ারের প্রথম বিশ্বকাপ জেতার স্বাদ পেয়েছিলো লিওনেল মেসি (Lionel Messi)। গোটা টুর্নামেন্ট জুড়ে লা আলবিসেলেস্তের হয়ে দারুণ পারফরম্যান্স দিয়েছিলেন মেসি। গোল্ডেন বল নিজের দখলে নিয়েছিলেন তিনি। সাত ম‍্যাচে সাতটি গোল এবং তিনটি অ্যাসিস্ট করেছিলেন মেসি।

ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে জোড়া গোল করেছিলেন মেসি। যার জেরে ফাইনালের ১২০ মিনিটের খেলা ৩-৩ গোলে শেষ হয়। এরপর পেনাল্টি শুট আউটে ৪-২ গোলে জিতেছিলো আর্জেন্টিনা। নিজের বর্ণময় কেরিয়ারে এই একটি মাত্র ট্রফি জয় বাকি ছিলো মেসির। (Lionel Messi)

আরও পড়ুনঃ BAN vs IND 2022 : বারবার কূলদীপ কেনো বলির পাঁঠা হবে ? দ্বিতীয় টেস্টে এই ভারতীয় স্পিনার বাদ পড়ায় চটে লাল নেটিজেনরা

El Financiero সংবাদ পত্রের খবর অনুযায়ী আর্জেন্টিনার ফিনানসিয়াল গভর্নিং বডি দেশের তিন নম্বর বিশ্বকাপ জয় স্মরণীয় করে রাখতে এই বিশেষ উদ‍্যোগ নেবেন বলে স্থির করেছেন আর্জেন্টিনার ফিনানসিয়াল গভর্নিং বডি। একদিকে মেসির ছবির পাশাপাশি অপরদিকে ‘La Scaloneta’ কথাটি রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্ক‍্যালোনীর ডাকনাম। (Lionel Messi)

শুধুমাত্র স্ক‍্যালোনীর বিশ্বকাপ জয়কে সন্মান জানানোই নয়। এছাড়া ২০২১ সালের আর্জেন্টিনার কোপা আমেরিকা এবং চলতি বছরে ফিনালিসিমায় ইউরোপীয়ান চ‍্যাম্পিয়ান ইতালি কে হারানোর ক্ষেত্রেও তার অবদান অনস্বীকার্য। ১৯৭৮ সালে প্রথম বিশ্বকাপ জিতেছিলো আর্জেন্টিনা। সেই জয়কে স্মরণীয় করে রাখতে একটি ডাকটিকিট বের করার জন্যে আর্জেন্টিনার সেন্ট্রাল ব্যাঙ্ক একটি কমার্শিয়াল কয়েন বের করবে।

আরও পড়ুনঃ BAN vs IND 2022 : দ্বিতীয় টেস্টে কূলদীপ যাদব বাদ পড়ায় অবাক সুনীল গাভাস্কার