Lionel Messi : মেসির আট বারের মতো ব‍্যালন ডি’অর পাওয়া খালি সময়ের অপেক্ষা, বললেন লেওয়ানডস্কি

0
61
Lionel Messi :
Lionel Messi : "Leo is now in the top position" - Robert Lewandowski certain that Lionel Messi will win 8th Ballon d'Or award ahead of Kylian Mbappe 

Lionel Messi – সদ‍্য আর্জেন্টিনার কে তৃতীয় বারের মতো বিশ্বকাপ জিততে সাহায্য করেছিলেন। তাই আগামী বছর আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির হাতেই ব‍্যালন ডি’অর উঠতে দেখছেন বার্সেলোনার তারকা ফুটবলার রবার্ট লেওয়ানডস্কি।

ফ্রান্স কে পেনাল্টি শুট আউটে গতবারের চ‍্যাম্পিয়ান কে ৪-২ গোলে হারিয়ে ১৯৮৬ এর পর ফের বিশ্বকাপ জিতেছিলো আর্জেন্টিনা। অবশেষে কাপ জয়ের আশা পূরণ হয়েছে লিওনেল মেসির। (Lionel Messi)।

গোটা টুর্নামেন্ট জুড়ে দাপুটে ফুটবল খেলেছিলো মেসি। তিনিই ছিলেন এই দলের চালিকাশক্তি।তার সাত গোলের মধ্যে দুটি ফাইনালে। এছাড়া দুটি করেছিলেন ফাইনালে। টুর্নামেন্টের সেরা ফুটবলার হওয়ার সুবাদে ‘গোল্ডন বল’ পেয়েছিলেন তিনি। (Lionel Messi)

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা – পোল‍্যান্ড, সেই ম‍্যাচে লেওয়ানডস্কিরা মেসিদের কাছে ২-০ গোলে হেরে গেছিলো। আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলারের হাতেই অষ্টম বারের মতো ব‍্যালন ডি’অর উঠতে দেখছেন পোলিশ তারকা। (Lionel Messi)

আরও পড়ুনঃ SL Squad India Series : ভারত সফরে বিরাট দায়িত্ব পেতে চলেছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা

Mundo Deportivo কে দেওয়া একটি সাক্ষাৎকারে লেওয়ানডস্কি বলেছেন,

“লিও ব‍্যালন ডি’অর পাওয়ার বিচারে সবাইকে ছাপিয়ে গেছেন। তার কারণ বিশ্বকাপ জয়। এই বিশ্বকাপ জয়টাই এবার প্রায় নিশ্চিত করে দিয়েছে কার হাতে উঠতে চলেছে বর্ষসেরা ফুটবলারের সন্মান। সবকিছু অর্জন করা হয়ে গেছে মেসির। এবার ওর আনন্দ উপভোগ করার সময়।”

বিশ্বকাপের আগে ক্লাব স্তরে প‍্যারিস সাঁজার হয়ে দারুণ ছন্দে ছিলেন মেসি। ১৯ ম‍্যাচে ১২ টা গোল এবং ১৯ টা অ্যাসিস্ট করেছিলেন তিনি। বিশ্বকাপের পর ক্লাব স্তরেও যদি এরকমই চেনা ছন্দে পাওয়া যায় লিওকে তাহলে আরও অষ্টম বারের মতো ব‍্যালন ডি’অর পাওয়ার সম্ভাবনা জোড়ালো হয়ে উঠবে তার।

আরও পড়ুনঃ Luis Suarez : এটিকে মোহনবাগান নয়, বরং দুই বছরের চুক্তিতে এই ক্লাবে সই করতে চলেছেন লুইস সুয়ারেজ