Messi : গোটা আর্জেন্টিনা জুড়ে কার্যত উৎসবের মেজাজ এখন। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে, যেখানে মেসিকে বিশ্বকাপ নিয়ে ঘুমন্তু অবস্থায় দেখা গেছে। নেটিজেনরা সেই একই ছবিকে কেন্দ্র করে দারুণ ট্রোল করলেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডেকে। আসলে ফিল্মফেয়ারের আসরে ট্রফি জয়ের পর অনন্যা পান্ডের এমন একটা ছবি দারুণ ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যেখানে পুরস্কার সাথে নিয়েই ঘুমিয়ে ছিলেন অনন্যা।
সম্প্রতি বিশ্বকাপ ফাইনালে মেসি (Messi) বনাম এমবাপ্পের দ্বৈরথ একেবারে আলাদা মার্গে পৌঁছেছিলো। ফাইনালে শেষ হাসি হেসে ছিলো মেসির আর্জেন্টিনা। বিশ্বকাপ এখন অতীত, এবার ক্লাব ফুটবলের আসরে ফের আরকেবার জুঁটি বেধে খেলতে নামবেন মেসি এবং এমবাপ্পে জুঁটি প্যারিস সাঁজার হয়ে।
Dear Lionel Messi,
— Gaurav🇮🇳 (@IamGMishra) December 20, 2022
Please stop copying our Ananya Panday 😏😀 pic.twitter.com/W52CvJgqDE
Giving tough Competition to Ananya Pandey🤦♂️ https://t.co/paAM1sql3b
— ABHISHEK (@ABHI75150) December 20, 2022
Sports.fr এর রিপোর্ট অনুযায়ী ১ লা জানুয়ারি ফের আরেকবার জুঁটি বেঁধে খেলতে নামার সম্ভাবনা আছে মেসি (Messi) এবং এমবাপ্পের। বছরের প্রথম দিন লেন্সের মুখোমুখি হবে প্যারিস সাঁজা ফরাসি লিগের ম্যাচে।
তবে ১১ ই জানুয়ারির আগে ক্লাবের জার্সি গায়ে এই দুই ফুটবলারের খেলতে নামার সম্ভাবনা খুবই কম। সেদিন ম্যাচ আগে অ্যাঙ্গারসের বিরুদ্ধে।
সংশ্লিষ্ট রিপোর্ট অনুযায়ী ২৮ শে ডিসেম্বর থেকে ফের ফরাসি লিগের অভিযান শুরু করবে প্যারিস সাঁজা। ঘরের মাঠে স্টার্সবোর্গের বিরুদ্ধে খেলতে নামবে তারা।
সদ্য শেষ হয়েছে বিশ্বকাপ। তাই মেসি (Messi) এবং এমবাপ্পে কে ওই সময় বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের ওই ম্যাচে খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
আরও পড়ুনঃ BAN vs IND 2022 : রাহুল দ্রাবিড়ের কাছে পরামর্শ নিতে ছুটলেন রহিম, দেখুন ভিডিও
দুই তারকা ফুটবলারের বিশ্বকাপ আলাদা মাত্রায় কেটেছে। দুজনেই ফাইনালে জ্বলে উঠেছিলেন, ফলে বিশ্বকাপ আলাদা মাত্রা পেয়েছিলো। সাত বারের ব্যালন ডি’ওর জয়ী ফুটবলার শেষ হাসি হেসেছিলো সেই দিন, পেনাল্টি শুট আউটে ৪-২ গোলে ম্যাচ জিতে নেয় আর্জেন্টিনা।
কাতার বিশ্বকাপে সাত ম্যাচ খেলে সাত গোল করেছিলেন, তিনটি অ্যাসিস্ট করেছিলেন মেসি (Messi)। টুর্নামেন্টের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন তিনি। নক আউট পর্যায়ের প্রতিটা ম্যাচে গোল করেছিলেন মেসি, ফাইনালে দুটো গোল করেছিলেন তিনি। প্রথম ফুটবলার হিসেবে এই নজির গড়েছিলেন মেসি।
অন্যদিকে আট গোল করে সোনার বুট পেয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। ২৩ বছর বয়সী এই ফুটবলার ১৯৬৬ সালের বিশ্বকাপে পর ফাইনালে হ্যাটট্রিক করার নজির গড়েছিলেন, সেইবার ফাইনালে হ্যাটট্রিক করেছিলেন জিওফ হাস্ট।
আরও পড়ুনঃ Messi : রোসারিও’তে পাড়ায় মেসি ঢুকতেই জনে জনারণ্য