
Lionel Messi – নতুন বছরকে শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট করলেন লিওনেল মেসি। প্যারিস সাঁজাতে প্রথম বছরটা খারাপ কাটলেও দ্বিতীয় বছরটা দুর্দান্ত কেটেছে মেসির। এছাড়া তার এই বছর স্মরণীয় হয়ে থাকবে অবশ্যই বিশ্বকাপ জেতার জন্যে। মেসি ২০২২ ব্যালন ডি’অঁর এর তালিকায় মনোনয়ন পাননি তিরিশ জনের প্রাথমিক তালিকায়।
২০২২ সালে কাতারে তৃতীয় বার ফুটবল বিশ্বকাপ জিতেছিলো আর্জেন্টিনা। গোটা টুর্নামেন্টে সাতটা গোল করার পাশাপাশি তিনটি গোল করিয়েছিলেন মেসি। পেয়েছিলেন গোল্ডনবল। (Lionel Messi)
তার এই সমস্ত অ্যাচিভমেন্টস,পরিবার, ভালোবাসার মানুষ এবং সমস্ত সমর্থকদের ইনস্টাগ্রাম পোস্টে সকলকে উৎসর্গ করেছিলেন মেসি (Lionel Messi)। সপরিবারে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি, তার বক্তব্য,
“বছরটা কোনও দিন ভুলবোনা আমি। যে স্বপ্নের পিছনে ছুঁটে গেছি আজীবন আজ অবশেষে তার পূরণ করতে পারলাম। তবে গোটা পরিবারের সাথে এই জয় উদযাপন করতে না পারলে এই জয়ের কোনও মূল্য থাকতোনা। এই জয় সবার, আমার বন্ধু, ভক্ত, সকলের। আমাকে যারা ফলো করেন, যারা প্রতি মুহূর্তে আমার পাশে থাকে তাদের বিশেষ ধন্যবাদ। সবার সাথে এই পথটুকু পেরোতে পাওয়ার জন্যে খুবই ভাগ্যবান মনে করি নিজেকে।”
আরও পড়ুনঃ PAK vs NZ : এবার ওয়ানডে দল নির্বাচন নিয়ে সমস্ত সমালোচনার জবাব দিলেন অধিনায়ক বাবর আজম
বার্সেলোনার প্রাক্তন তারকা তার পোস্টের শেষে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন, তিনি বলেছেন,
“এতো মানুষের প্রার্থনা না থাকলে এই জয় অর্জন করা সম্ভব হতোনা আমার পক্ষে। সবাই নতুন বছরে সুস্থ, সবল এবং নিরাপদ থাকুন। সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা।”