Lionel Messi : ফরাসি লিগে দলের জয়ের দিন রোনাল্ডোর রেকর্ড ভাঙলেন PSG তারকা মেসি

0
20
Lionel Messi broke Ronaldo's record on the day of the team's victory in the French league
Lionel Messi broke Ronaldo's record on the day of the team's victory in the French league

Lionel Messi – গত প্রায় দুই দশক ধরে লিওনেল মেসি বনাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রতিদ্বন্দ্বী মাতিয়ে রেখেছে ফুটবল বিশ্বকে। দুই ফুটবলারের মধ্যে কে বড়ো ? তা নিয়ে তর্কের শেষ নেই আর। তবে ইদানিং আর্জেন্টিনা ২০২২ ফুটবল বিশ্বকাপ জিতে নেওয়ায় মেসি এক্ষেত্রে কিছুটা হলেও এগিয়ে গেছে রোনাল্ডোর তুলনায়‌। গোটা টুর্নামেন্ট জুড়ে আর্জেন্টিনার অন‍্যতম প্রান শক্তি ছিলেন লিও।

বৃহস্পতিবার ফের আরেকবার রোনাল্ডোকে টপকে গেলেন মেসি। ফরাসি লিগের ম‍্যাচে মন্টিপেলারের মুখোমুখি হয়েছিল প‍্যারিস সাঁজা। ম‍্যাচে দ্বিতীয় গোল করার সাথে বিশ্বের প্রথম পাঁচ ইউরোপীয়ান লিগে সর্বোচ্চ গোল স্কোরারের তাঁজ উঠলো এখন লিওনেল মেসির মাথায়। লা লিগা এবং লিগ ওয়ান মিলিয়ে এটি মেসির ৬৯৭ তম গোল ছিলো। এর সুবাদে শীর্ষে পৌঁছে গেলেন তিনি, রোনাল্ডোর থেকে ৮৪ টা ম‍্যাচ কম খেলে। (Lionel Messi)

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : NCA তে বোলিং শুরু করলেন জসপ্রীত বুমরাহ, খেলতে পারেন অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুই টেস্টে 

ম‍্যাচের আগে অবসর নেওয়ার হাল্কা ইঙ্গিত মিলেছে মেসির বক্তব্যে, তিনি বলেছেন – (Lionel Messi)

“আমার কেরিয়ার প্রায় শেষের পথে। বৃত্তপূরণ হয়ে গেছে। জাতীয় দলের হয়ে যা কিছু অর্জন করার স্বপ্ন দেখেছি সব অর্জন করেছি। কখনও স্বপ্নে ভাবেনি এতো কিছু অর্জন করবো। আমার আর কোনও অভিযোগ নেই। আর কিছু অর্জন করার নেই। কোপা আমেরিকা জিতেছি, বিশ্বকাপ জিতেছি, আর কি চাই।

আমার খুব ইচ্ছা ছিলো মারাদোনার হাত থেকে কাপটা তুলে নেওয়া, খুব খুশি হতাম যদি উনি আর্জেন্টিনা কে বিশ্ব চ‍্যাম্পিয়ান হতে দেখতেন। আমি নিশ্চিত উনি উপর থেকে আমাদের আশীর্বাদ করছেন।”

প্রসঙ্গত, ম‍্যাচে মন্টিপেলারকে ম‍্যাচে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে পিএসজি, মেসি ছাড়া বাকি দুটো গোল করেছেন রুইজ এবং এমেরি।

আরও পড়ুনঃ Shaheen Afridi : অবসর নেবেন ভেবেছিলেন শাহীন আফ্রিদি