FIFA World Cup 2022 – শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোল করার মধ্যে দিয়ে বিশ্বকাপে গোল করার বিচারে মারাদোনা, রোনাল্ডো’কে টপকে গেলেন আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি। ম্যাচে অস্ট্রেলিয়া’কে ২-১ গোলে হারিয়ে দিয়েছে আর্জেন্টিনা।
বিশ্বকাপের নক আউট পর্বে এটাই প্রথমবারের মতো গোল করা মেসির। সব মিলিয়ে নয় নম্বর। এখনও অবধি মারাদোনা এবং পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোল সংখ্যা ৮, সকারূজের বিরুদ্ধে বিশ্বকাপ কেরিয়ারের নয় নম্বর গোল করলেন মেসি। (FIFA World Cup 2022)
২০০৬ সালে বিশ্বকাপ অভিষেক হয় মেসির। প্রথম গোলটা করেন সার্বিয়া এবং মন্টেনেগ্রোর বিরূদ্ধে। ২০১০ সালে সাউথ আফ্রিকা বিশ্বকাপে গোল করেননি মেসি। এরপর ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে করেন ৪ টি গোল। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে করেছেন একটি। (FIFA World Cup 2022)
#FIFAWorldCup goals:
— BBC Sport (@BBCSport) December 3, 2022
Lionel Messi – 9
Cristiano Ronaldo – 8
The Argentina forward overtakes Portugal's star man on the World Cup all-time scoring list 👀#BBCFootball #BBCWorldCup pic.twitter.com/J6tU12gqAj
NETHERLANDS VS. ARGENTINA IN THE QUARTERFINALS 🚨🍿 pic.twitter.com/5NqmWB4p2F
— ESPN FC (@ESPNFC) December 3, 2022
চলতি বিশ্বকাপ (FIFA World Cup 2022) এখনও অবধি তিনটি গোল করেছেন মেসি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে সৌদি আরব এবং মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচে গোল করেছিলেন।
আরও পড়ুনঃ IND vs BAN 2022 : চোটের জন্যে বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে বাদ পড়লেন ঋষভ পন্ত
মজার বিষয় হলো গতকাল কেরিয়ারের ১০০০ তম ম্যাচ খেলতে নেমেছিলেন মেসি। ম্যাচে জয়ের পর প্যারিস সাঁজার তারকা ফুটবলার বলেছিলেন দেশকে বিশ্বকাপ ছুঁয়ে দেখার দৌড়ে আরো একধাপ এগিয়ে দিতে পেরে দারুণ খুশি তিনি। বলেছেন –
“আরও একধাপ এগোতে পেরে দারুণ লেগেছে। ম্যাচটা খুব কঠিন ছিলো। আমাদের বিশ্রাম নেওয়ার খুব বেশি একটা সময় নেই। তবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ খুব কঠিন হতে চলেছে, ওরা খুবই শক্তিশালী দল।”
কাতারে কেরিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলতে নেমেছে মেসি। এটাই তার কেরিয়ারের শেষ বিশ্বকাপ। ৩৬ বছর বিশ্বকাপ অধরা আর্জেন্টিনার।
কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা। শেষ ষোলোর ম্যাচে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা’কে ৩-১ গোলে হারিয়েছে ডাচ ব্রিগেড।
আরও পড়ুনঃ IND vs BAN 2022 : বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ওডিআই তে অভিষেক করলেন ভারতের কুলদীপ সেন