এবারের টি ২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) ভারতের সূর্য কুমার যাদবের পারফরম্যান্সের ভূয়স প্রশংসা করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার। এমন ক্রিকেটার আরও খুঁজে বের করা উচিত দেশের ক্রিকেটের ভবিষ্যতের কথা মাথায় রেখে। এমনটাই মনে করেন সঞ্জয়।
টুর্নামেন্টের (T20 World Cup 2022) ছয় ইনিংসে ১৮৯.৬৮ স্ট্রাইক রেটে ২৩৯ রান করেছিলেন সূর্য কুমার যাদব। তবে বৃহস্পতিবার অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে বিশেষ কিছু করে উঠতে পারেননি তিনি। ম্যাচে ইংল্যান্ডের কাছে ভারত ১০ উইকেটে হেরেছিলা।
The shortlisted names for the Player of the tournament in this T20 World Cup:
— Johns. (@CricCrazyJohns) November 11, 2022
1) Virat Kohli
2) Suryakumar Yadav
3) Shaheen
4) Shadab
5) Raza
6) Hasaranga
7) Buttler
8) Hales
9) Sam Curran
Hardik Pandya said – "Suryakumar Yadav entered International cricket a little late. I think he should have played for India at least two years back".
— CricketMAN2 (@ImTanujSingh) November 11, 2022
Star Sports এর আলোচনায় সঞ্জয় বাঙ্গারের কাছে জানতে চাওয়া হয়েছিলো সূর্য কুমার যাদবের টি ২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) পারফরম্যান্সের বিষয়। সঞ্জয় বলেন –
“ভারতের টি ২০ ক্রিকেটে একপ্রকার বিপ্লব ঘটিয়েছে সূর্য কুমার যাদব। ওর মতো এমন মাল্টি ডাইমেনশেনাল ক্রিকেটার আরও বেশি করে খুঁজে বের করা উচিত। ইংল্যান্ড দলে এমনটা দেখা যায়। ওদের দলে ৯-১০ নম্বর অবধি অলরাউন্ডারে ঠাসা।”
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ব্যাটিং কোচ বলেছেন যাদবের সাফলতা এরপর ভবিষ্যতের ক্রিকেট প্রজন্ম’কে অনুপ্রাণিত করবে, মাঠে যেকোনো প্রান্তে বল পাঠিয়ে দেওয়ার খেলা রপ্ত করতে। সঞ্জয় বলেন –
“উইকেটের দুই দিকে সহজাত ছন্দে চালিয়ে খেলে যে সব ক্রিকেটার, যে সব ক্রিকেটার অনায়াসে স্যুইচ হিট, রিভার্স স্যুইপ চালায়, মাঠের যেকোনও কোনে বল পাঠাতে পারে, তারা অনুপ্রেরণা পাবে সূর্য কুমার যাদবের এই খেলা দেখে। সূর্য’র হাতে প্রচুর শট আছে। সূর্য অনুপ্রেরণা। ভবিষ্যতে ওর মত খেলে এমন ক্রিকেটার আরও দেখতে পাবেন।”
ইতিমধ্যে ভারতের ৩৬০ ডিগ্রি ক্রিকেটারের তকমা পেয়েছেন সূর্য। এবারের টি ২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) অন্তত দশ রান করেছেন, এমন সব ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশী স্ট্রাইক রেট তার। আরো বেশ কিছু শট খেলা আয়ত্ত করেছে সূর্য, সেটা লক্ষ্য করেছে সঞ্জয়, তার বক্তব্য –
“এখন সূর্য পুরোপুরি নিজেকে অলরাউন্ড ব্যাটারে পরিণত করেছে। একটা সময় ছিলো যখন শুধু ফাইন লেগে দারুণ সব নজরকাড়া শট খেলার জন্যে বিশেষ পরিচিতি লাভ করেছিলো সূর্য। কিন্তু এখন ওর শট খেলার ধরন বেড়েছে আরও।”
ম্যাচের কঠিন পরিস্থিতি’তে চাপ নিয়ে খেলতে জুরি মেলা ভার সূর্যের, সেটার প্রশংসাও করেছেন এই ক্রিকেটার – ধারাভাষ্যকার, তিনি বলেন –
“অস্ট্রেলিয়া হোক বা ইংল্যান্ড, যে ব্যাটিং করা খুব কঠিন। সেখানেও চাপের মুখে দুর্দান্ত ব্যাটিং করছে সূর্য। ইতিমধ্যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে খেলতে গিয়ে, সেখানে নিজের দাপট দেখিয়েছেন সূর্য। ওর চাপ নিয়ে খেলার ক্ষমতাই আলাদা।”
এবারের টি ২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) খেলাকালীণ প্রথম বার অস্ট্রেলিয়ায় খেললেন সূর্য কুমার যাদব। এবছর ইংল্যান্ডে প্রথম খেলতে গেছিলেন তিনি। সেখানে তিনটি টি ২০ ম্যাচে ২০১.১৭ স্ট্রাইক রেট ব্যাট করেছিলেন, করেছিলেন একটি সেঞ্চুরি।