Pele – ক্যান্সারের কাছে হার মানলেন ব্রাজিলের তিন বারের বিশ্বকাপজয়ী ফুটবলার পেলে। কিংবদন্তি ফুটবলারের এজেন্ট জো ফ্রাগা এই খবর শেয়ার করেছেন সংবাদ মাধ্যমের কাছে। ৮২ বছর বয়সে প্রয়াত হলেন এই প্রবাদপ্রতিম ফুটবলার।
সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম একজন পেলে। গত কয়েক মাস ধরে হাসপাতালে যাতায়াত চলছিলো তার ক্যান্সারের চিকিৎসার জন্যে।
নভেম্বর মাস থেকে ক্যান্সারের পাশাপাশি কিডনি এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে ভুগছিলেন পেলে। তিন বারের বিশ্বকাপ জয়ী এই ফুটবলারের আসল নাম এডসন আরান্তেস দো নাসিমেন্তো।
A inspiração e o amor marcaram a jornada de Rei Pelé, que faleceu no dia de hoje.
— Pelé (@Pele) December 29, 2022
Amor, amor e amor, para sempre.
.
Inspiration and love marked the journey of King Pelé, who peacefully passed away today.
Love, love and love, forever. pic.twitter.com/CP9syIdL3i
Brazil legend Pelé has died at the age of 82.
— ESPN FC (@ESPNFC) December 29, 2022
The original GOAT. A trailblazer. One of the finest players to ever lace up.
He will be missed by millions. pic.twitter.com/sZiiLLmCYF
আরও পড়ুনঃ Rashid Khan : আফগানিস্তানের নয়া টি টোয়েন্টি ক্যাপ্টেন নির্বাচিত হলেন রাশিদ খান
২০২১ সালে কোলন টিউমার ধরা পড়ে পেলের। গত ২৯ শে নভেম্বর থেকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
বিশ্বফুটবলের ইতিহাসে অন্যতম সেরা ফুটবলারদের অন্যতম পেলে। ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০ সালের বিশ্বকাপ জিতেছিলেন তিনি ব্রাজিলর হয়ে। ব্রাজিলের সর্বোচ্চ গোলস্কোরার তিনি, ৯২ ম্যাচে করেছেন ৭৭ গোল।