
La Liga – রোববার স্প্যানিশ লিগে বার্সেলোনা বনাম অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যে চলা ম্যাচ এক আলাদা উন্মাদনা ছুঁয়ে ছিলো, খেলা চলাকালীন হাতাহাতি করে লাল কার্ড দেখেন বার্সেলোনার ফরোয়ার্ড ফেরান টোরেস এবং অ্যাটলেটিকো মাদ্রিদের ডিফেন্ডার স্টেফান সাভিচ।
অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠে এদিন দলের টপ স্কোরার রবার্ট লেওয়ানডস্কি কে ছাড়া খেলতে নেমেছিলো বার্সেলোনা। যদিও ম্যাচের ২২ মিনিটে ওসুমানে ডেমবেলের করা গোলে জয় নিশ্চিত করে ফেলে তারা। (La Liga)
খেলা শেষের পথে বল দখলের লড়াই চালানোর সময় ঝামেলায় জড়ান টোরেস এবং সাভিচ। সেই ঝামেলার পর লাল কার্ড দেখেন এই দুই ফুটবলার।
সিমিয়নের দলের বিরুদ্ধে জয় পাওয়ার পর লা লিগায় শীর্ষ স্থান দখলে রাখলো বার্সেলোনা। ১৬ ম্যাচে ৪১ পয়েন্ট এখন তাদের। রিয়াল মাদ্রিদের থেকে আপাতত তিন পয়েন্ট এগিয়ে আছে জাভির দল। (La Liga)
The gloves are off!! 🥊
— LaLigaTV (@LaLigaTV) January 8, 2023
Ferran Torres and Stefan Savic are both sent off for this little scrap… 🟥#AtletiBarça pic.twitter.com/Po8DLGLnT0
Feeling goooooood 💙❤️ pic.twitter.com/y2feMT4ObY
— FC Barcelona (@FCBarcelona) January 8, 2023
গত মরশুমে ৭৩ পয়েন্ট নিয়ে শেষ করেছিল বার্সেলোনা। এবছর ২০১৯ সালের পর ফের তারা লা লিগা জয়ের অপেক্ষায় আছে। ইতিমধ্যে চ্যাম্পিয়ান্স লিগের থেকে ছিটকে গেছে বার্সা, তাই বর্তমানে জাভির যাবতীয় ফোকাস লা লিগা জয়ের উপর।
এরপর বৃহস্পতিবার সৌদি আরবের মাঠে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে রিয়াল বেতিসের মুখোমুখি হবে বার্সেলোনা। বুধবার একই টুর্নামেন্টের সেমিফাইনালে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে বার্সা। (La Liga)
আরও পড়ুনঃ Indian Cricket : জাতীয় দল আগে, আইপিএল নয় – রোহিত, বুমরাহ’দের কড়া কথা শোনালেন গম্ভীর