
Kylian Mbappe – ২০২২ বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনার গোলকিপার এমি মার্টিনেজের করা অপমান কিছুতেই ভুলতে পারছেন না ফ্রান্সের তারকা আক্রমণ ভাগের ফুটবলার কিলিয়ান এমবাপে।
বিশ্বকাপের ফাইনালে পেনাল্টি শুট আউটে আর্জেন্টিনা ৪-২ গোলে হারিয়ে দিয়েছিলো ফ্রান্সকে। পরবর্তী সময়ে এমবাপে হতাশাকে দ্বিগুণ করেছিলেন মার্টিনেজ, তাকে অপমান করে। এমনকি খেলা শেষে ফরাসি তারকার নাম নিয়ে একমিনিট নিরাবতা পালন করেছিলেন তিনি। (Kylian Mbappe)
পরবর্তী সময়ে বুয়েনস আয়ারসের রাজপথে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দল যখন প্যারেড করছিলো, তখন মার্টিনেজের হাতে এমবাপের পুতুল দেখা গিয়েছে। অবশেষে এমবাপে স্বয়ং এবিষয় মুখ খুলেছেন, স্পষ্ট জানিয়েছেন মার্টিনেজের কীর্তির কোনও রকম জবাব দেওয়ার ইচ্ছা অবশিষ্ট নেই তার মধ্যে। সাক্ষাৎকারে ফরাসি তারকা বলেছেন,
“এ সমস্ত আমার সমস্যা নয়। এসব ফালতু কাজে নিজের শক্তি ক্ষয় করার কোনও কারণ দেখছিনা আমি।”
বিশ্বকাপ ফাইনাল হারের রেশ কাটিয়ে নিজের ক্লাব প্যারিস সাঁজাতে ফিরে এসেছিলেন এমবাপে। ক্লাবে ফিরেই পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেছেন স্টার্সবোর্গের বিরুদ্ধে লিগের ম্যাচে। (Kylian Mbappe)
আরও পড়ুনঃ Pele : কিংবদন্তি ফুটবলার পেলেকে শ্রদ্ধাজ্ঞাপন রোনাল্ডো, মেসিদের, জেনে নিন কে কি বললেন
Kylian Mbappé: “I congratulated Leo (Messi) after the match (World Cup Final). It was the quest of a lifetime for him, the celebrations are not my problem.” 🇫🇷🗣️pic.twitter.com/lMH6TLEyBF
— PSG Report (@PSG_Report) December 28, 2022
জানিয়েছেন এখন তার সমস্ত ফোকাস ক্লাব ফুটবলের উপর। এমবাপের বক্তব্য,
“আমি ওই হার ভুলতে পারবো না। কিন্তু দেশের হয়ে আমার ব্যর্থতার জন্যে ক্লাব ভুগবে কেনো ? দুটো আলাদা আলাদা পরিস্থিতি। আমার কাছে একটা বিষয় স্পষ্ট, যেটা দেশের হয়ে অভিজ্ঞতা করেছি, সেটা সম্পূর্ণ ভিন্ন, আর পিএসজি পুরোপুরি আলাদা আমার কাছে। আমি ক্লাবের হয়ে ট্রফি জিততে বদ্ধপরিকর এখন।”
এবারের বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করেছিলেন এমবাপে। এর ফলে খেলা ৩-৩ গোলে শেষ হয়, পেনাল্টি শুট আউটে গেলে আর্জেন্টিনার গোলকিপার কোম্যানের শট রুখে দেন, তুচোইমেনি শট মিস করেন। ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা।(Kylian Mbappe)
আরও পড়ুনঃ Shivam Mavi : হার্দিকের প্রশংসায় পঞ্চমুখ মাভি, তার নেতৃত্বে শ্রীলঙ্কা সিরিজে খেলতে মরীয়া এই তারকা