Kylian Mbappe : নেইমার’কে না ছাড়লে পিএসজি ছাড়বেন এমবাপে, জানিয়ে দিলেন স্পষ্ট

0
134
Kylian Mbappe has made it clear that he will leave PSG if they does not leave Neymar
Kylian Mbappe has made it clear that he will leave PSG if they does not leave Neymar

Kylian Mbappe – তাকে ক্লাবে রাখতে হলে তার তিন শর্ত মানতেই হবে। প‍্যারিস সাঁজা কে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এমবাপে। এমনটাই দাবি করেছেন স্প‍্যানিশ আউটলেট ‘OK Diario’।

আগেই ফ্রি ট্রান্সফারে এমবাপের (Kylian Mbappe) রিয়াল মাদ্রিদে যোগদান করার সম্ভাবনা ভীষণ জোড়ালো হয়ে উঠেছিলো। কিন্তু পরবর্তী সময়ে আচমকা পরিস্থিতি বদলায় এবং শেষ অবধি পিএসজিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন এমবাপে।

প‍্যারিসের এই ফুটবল ক্লাবে আগামী ২০২৪-২৫ অবধি চুক্তি রয়েছে এমবাপের (Kylian Mbappe)। শোনা যাচ্ছে নিজের বর্তমান ক্লাবে একেবারেই খুশিতে নেই এই ফুটবলার। শোনা যাচ্ছে তিনি মনে করেন বিশ্বাস ঘাতকতা হয়েছে তার সাথে। চুক্তি নবীকরণের সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাকে, তার কিছুই নাকি ক্লাবের তরফে পালন করা হয়নি। তাই তিনি আগামী বছর পিএসজি ছাড়বেন বলে মনোস্থির করেছেন।

আরও পড়ুনঃ Sanju Samson : নতুন বছরে সঞ্জুকে ধারাবাহিক ভাবে সুযোগ দেওয়ার দাবি জানালেন ওয়াসিম জাফর 

২৪ বছর বয়সী ফুটবলার এরপর আর পিএসজির উপর আস্থা রাখবেন না বলেই জানিয়েছেন। তবে তার বিশেষ কিছু শর্ত মানলে মনোভাব বদলাতেই পারেন। এরজন্য তিনটি শর্ত বেঁধে দিয়েছেন তিনি।

রিপোর্ট অনুযায়ী, এমবাপের (Kylian Mbappe) প্রথম শর্ত নেইমারকে ছাড়তেই হবে। এই দুই ফুটবলারের মধ্যে সম্পর্ক ভালো নয় একেবারেই, সেটা জানা গিয়েছে, এমনকি মাঠেও প্রকাশ পেয়েছে। এমবাপের এর পরের দাবি ক্লাবের বর্তমান কোচ’কে সরিয়ে কোচ করে আনা হোক জিনেদিন জিদান কে। তার তৃতীয় শর্ত টটেনহ‍্যাম থেকে নিয়ে আসা হোক ইংল্যান্ডের হ‍্যারি কেন’কে।

আরও পড়ুনঃ Jhulan Goswami : শেষ হলো ঝুলন গোস্বামীর বায়োপিকের কাজ, শেষ দিন উপস্থিত থাকলেন তারকা ক্রিকেটার নিজেই