Kylian Mbappe : এমবাপ্পের সাথে অঁরির তুলনা টানলেন আর্সেন ওয়েংগার

0
121
Kylian Mbappe : Arsene Wenger highlights similarities between PSG superstar Kylian Mbappe and France icon Thierry Henry
Kylian Mbappe : Arsene Wenger highlights similarities between PSG superstar Kylian Mbappe and France icon Thierry Henry

ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের (Kylian Mbappe) সাথে ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরির তুলনা টানলেন প্রখ‍্যাত কোচ আর্সেন ওয়েঙ্গার।

চলতি রাশিয়া বিশ্বকাপ আলাদা ছন্দে আছেন এমবাপ্পে (Kylian Mbappe)। ৫ ম‍্যাচে ৫ গোল করে ফেলেছেন তিনি ইতিমধ্যে। তার এই উদ‍্যোগ ফ্রান্স কে ইতিমধ্যে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে দিয়েছে। বুধবার (১৪ ই ডিসেম্বর) মরোক্কোর বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে ফ্রান্স।

L’Equipe কে সাক্ষাৎকারে আর্সেন ওয়েঙ্গার বলেছেন, তিনি অঁরির সাথে এমবাপ্পের (Kylian Mbappe) বিরাট মিল খুঁজে পান। আর্সেনালের প্রাক্তন ম‍্যানেজারের মতে এই তেইশ বছর তারকা যেকোনো পরিস্থিতির সাথে দ্রুত মানিয়ে নিতে পারে। তিনি বলেছেন,

“ওদের দুজনের খেলায় প্রচুর মিল আছে। থিয়েরি খেলা শুরু করার সময় বাঁ দিকে খেলতো। গোল মুখি আক্রমণ করার চেষ্টা চালাতো। এমবাপ্পের খেলার মধ্যেও আমি এই ব‍্যাপরটা দেখেছি। পোল‍্যান্ডের বিরুদ্ধে ম‍্যাচে ওর গোলটা দেখুন, ও গোলকিপারের ক্লোজড সাইডে গোল করানোর চেষ্টা টা বুঝে গেছিলো। বড়ো ফুটবলার এমন ভাবেই তৈরী হয়।”

আরও পড়ুনঃ PAK vs ENG 2022 : ‘Zimbabar’, ইংল্যান্ডের বিপক্ষে আউট হয়ে ঘরের মাঠে ফ‍্যানেদের গাল খেলেন বাবর 

চলতি মরশুমে প‍্যারিস সাঁজার হয়ে দুর্দান্ত ফর্মে আছেন কিলিয়ান এমবাপ্পে (Kylian Mbappe) সব ধরনের প্রতিযোগীতা মিলিয়ে ২০ ম‍্যাচ খেলেছিলেন তিনি, করেছেন ১৯ টা গোল এবং ৫ টা অ্যাসিস্ট।

আরও পড়ুনঃ IND vs BAN 2022 : ঋষভ পন্ত’কে সহ অধিনায়কের পদ থেকে সরানো হয়েছে দেখে অবাক নেটিজেনরা