IND vs SL 2023 : ভারতকে প্রবল সমস্যায় ফেলতে পারে এই শ্রীলঙ্কার ক্রিকেটারেরা, চেনালেন ইরফান পাঠান 

0
19
Kushal Mendis, Wanindu Hasaranga and Lahiru Kumara can give India a lot of trouble in upcoming IND vs SL 2023 series thinks Irfan Pathan
Kushal Mendis, Wanindu Hasaranga and Lahiru Kumara can give India a lot of trouble in upcoming IND vs SL 2023 series thinks Irfan Pathan

IND vs SL 2023 – শ্রীলঙ্কাকে হাল্কাভাবে নেওয়া চলবেনা। বর্তমান লঙ্কা ব্রিগেডের কয়েকজন সদস্য চাপে ফেলার ক্ষমতা রাখে, এমনটাই মনে করেন তারকা ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান।

৩ রা জানুয়ারি ওয়াংখেড়েতে শুরু হবে ভারত – শ্রীলঙ্কা টি টোয়েন্টি সিরিজ‌। দাসুন সানাকা এই সিরিজে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবে। সহ অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা।

“শ্রীলঙ্কা খারাপ দল নয়। আমরা সবাই দেখেছি ওরা বিশ্বকাপে কি করেছিল‌। দারুণ খেলেছিলো গোটা টুর্নামেন্টে। আমাদের ভীষণ সাবধানে খেলতে হবে।

আমার মনে হয় কুশল মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং লাহিরু কুমারার মতো ক্রিকেটারেরা মারাত্মক চাপে ফেলবে ভারতকে। ওদের অধিনায়ক দাসুন সানাকা নীর্ভিক ক্রিকেটার একজন।” – ইরফান পাঠান।

এদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে খেলতে নামার আগে গৃহমন্ত্রী অমিত শাহের সাথে তার বাড়িতে গিয়ে দেখা করলেন ভারতের টি টোয়েন্টি দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

তারকা এই ভারতীয় অলরাউন্ডারের সাথে উপস্থিত ছিলেন তারা ভাই ক্রুনাল পান্ডিয়া’ও। পরবর্তী সময়ে হার্দিক সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়েছিলেন। (IND vs SL 2023)

“ধন্যবাদ গৃহমন্ত্রী অমিত শাহকে, আমাদের দুই ভাইকে বাড়িতে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার সাথে সাক্ষাৎ করার সুযোগ পেয়ে আমরা দুই ভাই খুবই সন্মানিত এবং গর্বিত।” – এমনটাই ট‍্যুইট করেছেন হার্দিক। (IND vs SL 2023)

আরও পড়ুনঃ IND vs SL 2023 : ভারত খেলার উদ্দেশ্য রওনা দিলো শ্রীলঙ্কার ক্রিকেট দল, দেখুন ভিডিও

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম‍্যাচের টি টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে শুরু হবে ভারত – শ্রীলঙ্কার মধ্যে ৩ ম‍্যচের ওয়ানডে সিরিজ। রোহিত শর্মার ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবে ভারতকে।

India T20Is squad for IND vs SL 2023 :

Hardik Pandya (Captain), Ishan Kishan (wk), Ruturaj Gaikwad, Shubman Gill, Suryakumar Yadav (VC), Deepak Hooda, Rahul Tripathi, Sanju Samson, Washington Sundar, Yuzvendra Chahal, Axar Patel, Arshdeep Singh, Harshal Patel, Umran Malik, Shivam Mavi, Mukesh Kumar.

আরও পড়ুনঃ Messi : জানুয়ারি মাসে রোনাল্ডোর মুখোমুখি হতে চলেছে মেসি, জানুন বিস্তারিত