IND vs BAN 2022 – বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দলে স্থান পেয়েছেন কূলদীপ যাদব। এর আগে ২০২১ সালে চিদাম্বর স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে খেলার শেষ বারের মতো সুযোগ পান কূলদীপ।
ম্যাচে তিন স্পিনারকে নিয়ে খেলতে নেমেছিলো ভারত। পিচ দেখে এই সিদ্ধান্ত নিয়েছেন ভারতের স্ট্যান্ড ইন ক্যাপ্টেন রাহুল। উপমহাদেশের পিচে অশ্বিন, আক্সার এবং কুলদীপ যে ভীষণ কার্যকর তিন বোলিং অপশন সে কথা আলাদা ভাবে বোলার বিশেষ প্রয়োজন নেই। (IND vs BAN 2022)
২০১৭ সালে বর্ডার গাভাস্কার ট্রফিতে টেস্টে অভিষেক হয়েছিলো কুলদীপের। তারপর থেকে উত্তরপ্রদেশের এই স্পিনার খেলেছিলেন মোট ৮ টা টেস্ট। শুরুতে ভালো পারফরম্যান্স দিলেও পরে দলে প্রাসঙ্গিকতা হারান কুলদীপ, তার কারণ ভারতের স্পিন বিভাগের প্রাচুর্যতা। (IND vs BAN 2022)
1️⃣0️⃣5️⃣ international matches 👌
— BCCI (@BCCI) December 14, 2022
1️⃣8️⃣9️⃣ international wickets 💪
First #TeamIndia bowler to pick 2 hat-tricks in Men's international cricket 👍
Here's wishing @imkuldeep18 a very happy birthday. 🎂 👏 pic.twitter.com/lkpBD6SXZb
Good to see #kuldeepyadav in the India XI against #Bangladesh. Also, would love to watch @cheteshwar1 after a long time. Holds a very important place in this Indian Test team. #INDvsBAN #BANvIND
— Aakash Kumar (@AkashKm01) December 14, 2022
I expected IND to play an extra seamer instead of Kuldeep Yadav.#BANvIND
— Farzan Patel (@TheTipsyParsi) December 14, 2022
বুধবার ১৪ ই ডিসেম্বর আঠাশে পা দিয়েছেন কূলদীপ। জন্মদিনের বিশেষ দিনে তাকে জাতীয় দলে প্রত্যাবর্তন করতে দেখে ভীষণ খুশি তার ফ্যানেরাও। সোশ্যাল মিডিয়ায় তাকে অভিনন্দন জানান সকলে। (IND vs BAN 2022)
এই ম্যাচ শুরুর আগে ভারতের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর বলেছিলেন তিনি মনে করেন, চট্টগ্রামের উইকেট ব্যাটিং সহায়ক, তাই দলে বেশি পরিমাণে স্পিনার নিলে সহায়তা মিলবে, তাই তিন স্পিনার নিয়ে খেলতে নামা উচিত হবে ভারতের।
“আমার মতে চট্টগ্রামের পিচ স্পিনারদের সহায়তা করবে। কারণ এখানকার উইকেট ব্যাটিং সহায়ক, যারা প্রথমে ব্যাটিং করবে, আর অথবা প্রথম দুই দিন অন্তত ব্যাট করবে তারা ম্যাচে অনেকটা এগিয়ে যাবে।”
চট্টগ্রামের জাহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই নিয়ে তিন বারের মতো টেস্ট ম্যাচ খেলতে নেমেছে ভারত, এর আগে শেষ বার এই মাঠে ২০১০ সালে শেষ টেস্ট খেলেছিলো ভারত, সেই ম্যাচে ১১৩ রানে জিতেছিলো টিম ইন্ডিয়া।
আরও পড়ুনঃ IND vs BAN 2022 : বাংলার অভিমুন্যর টেস্টে সুযোগ পাওয়ায় খুশি পাকিস্তানের প্রাক্তন তারকা
ম্যাচের নিজের পছন্দের প্রথম একাদশে একজন অতিরিক্ত স্পিনার কে খেলানো ঠিক হবে বলে মনে করেছিলেন ওয়াসিম জাফর। তাই নিজের পছন্দের একাদশে কুলদীপ যাদবকে রেখেছিলেন তিনি, জাফরের পছন্দের প্রথম একাদশ ছিলো –
Shubman Gill, KL Rahul (C), Cheteshwar Pujara, Virat Kohli, Shreyas Iyer, Rishabh Pant (WK), Ravichandran Ashwin, Axar Patel, Kuldeep Yadav, Mohd Siraj, Umesh Yadav.
India Playing XI for IND vs BAN 2022 1st Test :
Shubman Gill, KL Rahul(c), Cheteshwar Pujara, Virat Kohli, Shreyas Iyer, Rishabh Pant(w), Axar Patel, Ravichandran Ashwin, Kuldeep Yadav, Umesh Yadav, Mohammed Siraj.
Bangladesh Playing XI for IND vs BAN 2022 1st Test :
Zakir Hasan, Najmul Hossain Shanto, Litton Das, Shakib Al Hasan(c), Mushfiqur Rahim(w), Yasir Ali, Nurul Hasan, Mehidy Hasan Miraz, Taijul Islam, Khaled Ahmed, Ebadot Hossain.
আরও পড়ুনঃ IND vs BAN 2022 : আউট হয়ে ফের অবাক হলেন কোহলি, দেখুন ভিডিও