IND vs BAN 2022 : ওয়ানডে অভিষেকে নজরকাড়া পারফরম্যান্স কুলদীপের, দেখুন ভিডিও 

0
47
Kuldeep Sen eye-catching performance on ODI debut in IND vs BAN 2022 ODI Series
Kuldeep Sen eye-catching performance on ODI debut in IND vs BAN 2022 ODI Series

IND vs BAN 2022 – রোববার ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ওডিআই ম‍্যাচে অভিষেক করেছেন কুলদীপ সেন। ওডিআই অভিষেক স্মরণীয় করে রেখেছেন এই উদীয়মান পেসার নিজের স্পেলের চতুর্থ ওভারে দুরন্ত দুই উইকেট তুলে নিয়ে।

বাংলাদেশের আফিফ হোসেন উদ‍্যত হন কুলদীপ’কে চালিয়ে খেলবেন বলে। এমন একটা সময় আউটসাইড অফে একটি ফুল ডেলিভারি করেন কুলদীপ। আফিফ’কে লোভ দেখান চালিয়ে খেলার জন্য। (IND vs BAN 2022)

কুলদীপের জালে পা দেন আফিফ। কিন্তু মহম্মদ সিরাজের হাতে তালুবন্দী হন তিনি। কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক উইকেট তুলে নেওয়ার পর কুলদীপ’কে জড়িয়ে ধরেন কোহলি। গোটা ভারতীয় ক্রিকেট দল তাকে প্রথম আন্তর্জাতিক উইকেট তুলে নেওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন।

সংশ্লিষ্ট ওভারে আরেকটা উইকেট নেন কুলদীপ। এবাদতের উইকেট তুলে নিয়ে। কুলদীপের শর্ট বল চালিয়ে খেলতে গিয়ে স্টাম্প পা দিয়ে ভেঙে ফেলেন। (IND vs BAN 2022)

এবছর বিজয় হাজারে ট্রফিতে খেলেছিলেন এই ডানহাতি এই পেসার। পঞ্চাশ ওভারের এই ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টে বেশ কিছু ভালো পারফরম্যান্স দিয়েছিলেন কুলদীপ। টুর্নামেন্টে মধ‍্যপ্রদেশের সর্বোচ্চ উইকেট নিয়েছেন তিনি, ৬ ম‍্যাচে ১৮ উইকেট।

এমন দারুণ পারফরম্যান্সের ফল রোববার ঢাকায় পেয়েছেন কুলদীপ। তার হাতে ডেবিউ ওডিআই ক‍্যাপ তুলে দেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

আরও পড়ুনঃ IND vs BAN 2022 : অবিশ্বাস্য ক‍্যাচে সাকিব আল হাসান’কে ফেরালেন কোহলি, দেখুন ভিডিও 

এবছর আইপিএলে কুলদীপ রাজস্থান রয়‍্যালসের হয়ে খেলেছিলেন। লিগে নজরকাড়া বোলিংয়ে করেছিলেন তিনি। সাত ম‍্যাচে মোট আট উইকেট নিয়েছিলেন। (IND vs BAN 2022)

India Playing XI for IND vs BAN 2022 1st ODI :

Rohit Sharma(c), Shikhar Dhawan, Virat Kohli, Shreyas Iyer, KL Rahul(w), Washington Sundar, Shahbaz Ahmed, Shardul Thakur, Deepak Chahar, Mohammed Siraj, Kuldeep Sen.

Bangladesh Playing XI for IND vs BAN 2022 1st ODI :

Litton Das(c), Anamul Haque, Najmul Hossain Shanto, Shakib Al Hasan, Mushfiqur Rahim(w), Mahmudullah, Afif Hossain, Mehidy Hasan Miraz, Hasan Mahmud, Mustafizur Rahman, Ebadot Hossain.

আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : বিশ্বকাপের গ্রুপ পর্বের জঘন্য একাদশে জায়গা হলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর