Border-Gavaskar Trophy, 1st Test : অভিষেক টেস্ট ক‍্যাপ হাতে পেতেই মাকে জড়িয়ে ধরলেন ভারত, ভাইরাল হলো ছবি 

0
23
KS Bharat hugged his mother after receiving the debut Test cap in Border-Gavaskar Trophy, 1st Test
KS Bharat hugged his mother after receiving the debut Test cap in Border-Gavaskar Trophy, 1st Test

Border-Gavaskar Trophy, 1st Test – বৃহস্পতিবার নাগপুরে টেস্ট অভিষেক ঘটলো কে এস ভারত এবং সূর্য কুমার যাদবের। বিদর্ভ ক্রিকেট সংস্থার মাঠে এদিন এই দুই ক্রিকেটারের হাতে অভিষেক টেস্ট ক‍্যাপ তুলে দিলেন রবি শাস্ত্রী এবং চেতেশ্বর পূজারা।

চোট পাওয়া শ্রেয়স আইয়ারের বদলে খেলার সুযোগ পেয়েছেন সূর্য কুমার যাদব এবং ঋষভ পন্তের অবর্তমানে দলের উইকেট কিপারের পদ সামলানোর সুযোগ পেলেন কে এস ভারত।

পরিবার এবং সতীর্থদের মাঝে অভিষেক টেস্ট ক‍্যাপ পেলেন ভারত। দেশের নয়া টেস্ট ক্রিকেটার হওয়ার পর মাকে জড়িয়ে ধরেন ভারত। খান গালে চুমু। সেই মুহূর্ত ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায়। (Border-Gavaskar Trophy, 1st Test)

২০২১ সালে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পরিবর্ত ক্রিকেটার হিসেবে কিছু সময় নিজের প্রতিভা জাহির করার সুযোগ পান। এরপর সিনিয়র উইকেট কিপার ব‍্যাটার ঋদ্ধিমান সাহার জায়গায় পাকাপাকি ভাবে ভারতের টেস্ট দলের দ্বিতীয় উইকেট কিপারের জায়গা নিয়েছিলেন ভারত।

পন্ত খেলায় নিজের সুযোগের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে ভারতকে। তবে খেলার সুযোগ না পেলেও নিজেকে ধারালো করে তোলার কাজ চালিয়ে গেছিলেন তিনি। (Border-Gavaskar Trophy, 1st Test)

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : নতুন চুলের স্টাইলের রহস‍্য ফাঁস করলেন রবীন্দ্র জাদেজা

প্রথম টেস্ট খেলার সুযোগ আসা অবধি এই দীর্ঘ জার্নিতে পাশে থাকা সকল মানুষকে স্মরণ করলেন ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে পোস্ট করা একটি ভিডিওতে তিনি বলেছেন –

“এটা আমার কাছে অত্যন্ত গর্বের মুহূর্ত। বিশাল একটা আবেগ কাজ করছে। এটা শুধু আমার একার স্বপ্ন নয়, আরো অনেক মানুষ আমাকে দেশের হয়ে খেলতে দেখার স্বপ্ন দেখেছিলো।

এতো গুলো বছর এতো পরিশ্রম, এতো মানুষের সমর্থন, আমার সতীর্থরা, পরিবার, স্ত্রী, অভিভাবক, বন্ধু এবং সকল কোচেরা, তারা না থাকলে এই দিনটা দেখতে পেতাম না। আমার মতে তাদের সকলের সাধুবাদ প্রাপ‍্য, তাদের জন্যে আজ আমি এই জায়গায় পৌঁছেছি।”

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভালো খেলে আসছেন ভারত। ২০১২ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক করার পর থেকে এখনো অবধি মোট ৭৯ টা ম‍্যাচ খেলেছেন তিনি। ভারতের ‘এ’ দল এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও খেলতে দেখা গেছে তাকে।

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : নাগপুর টেস্টে খেলতে নামার আগে রোজ ১০-১২ ঘন্টা বোলিং প্রাক্টিস করতেন রবীন্দ্র জাদেজা