রোববার ব্যাডমিন্টনে দ্বিতীয় সোনার পদক এলো ভারতের ঝুঁলিতে। পুরুষদের সিঙ্গেলস (SH6) ইভেন্টের রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচে হংকংয়ের ছু মান কাই’কে হারিয়ে দিলো ভারতের কৃষ্ণা নাগার।
জয়পুরের বছর বাইশের এই প্যারা অ্যাথলিট এদিন প্রতিপক্ষ’কে হারিয়ে দেন ২১-১৭, ১৬-২১, ২১-১৭ ব্যাবধানে। গোটা টুর্নামেন্ট জুড়ে কার্যত দাপট বজায় রেখে সোনার পদক জিতে নিলেন তিনি। শনিবার টোকিওতে ব্যাডমিন্টনে প্রথম সোনার পদকটি এসেছিলো প্রমোদ ভগতের হাত ধরে। এটাই টোকিও প্যারা অলিম্পিকের আসরে ভারতের পঞ্চম সোনার মেডেল।
এর আগে তিন ম্যাচে কাইয়ের মুখোমুখি হয়েছিলেন নাগার, তার মধ্যে ২ ম্যাচে শেষ হাসি হেসেছিলো নাগার’ই।
এদিন’ও খেলার শুরু থেকেই তীব্র প্রতিদ্বন্দ্বীতা লক্ষ্য করা গেছে ম্যাচে। একটা সময় অবধি হংকংয়ের প্রতিযোগী এগিয়ে থাকলেও শেষ অবধি ২১- ১৭ ব্যাবধানে প্রথম গেম জিতে যান নাগার।
আরও পড়ুনঃ দেখুন ভিডিও : ছক্কা মেরে বিদেশের মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরি করলেন রোহিত, তা দেখে উচ্ছাসিত কোহলি !
ম্যাচের দ্বিতীয় গেম জুড়ে দেখা গেছে টানটান উত্তেজনা। একে অপরকে জমি ছাড়তে নারাজ দুই প্রতিপক্ষ। যদিও ১৬-২১ ব্যাবধানে দ্বিতীয় সেট জিতে যায় হংকংয়ের প্রতিযোগী।য দিও শেষ সেটে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২১-১৭ ব্যাবধানে জিতে সোনার পদক জিতে নেয় নাগার।
আরও পড়ুনঃ WCQ : হাঙ্গেরির মাঠে বর্ণবিদ্বেষের শিকার ইংল্যান্ডের ফুটবলাররা !