
চলতি আইপিএলে এখনও অবধি একমাত্র দল হিসেবে আইপিএলের প্লে অফে স্থান করে নিয়েছে গুজরাট টাইটান্স। শেষ ম্যাচের ফলাফল যাই হোক, ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে থেকেই প্লে অফে যাবে গুজরাট।
ইতিমধ্যে রাজস্থান রয়্যালস এবং লখনউ সুপার জায়ান্টস ১৬ পয়েন্ট পেয়েছে। দুটো দলের বাকি আছে ১ টি করে ম্যাচ। দুই দল নিজেদের শেষ ম্যাচ জিতলে প্লে অফ নিশ্চিত। শেষ ম্যাচে রাজস্থান খেলবে চেন্নাইয়ের বিরুদ্ধে, লখনউ খেলবে কলকাতার বিরুদ্ধে। দুই দল যদি শেষ ম্যাচে হারে তাহলে নেট রান-রেটের বিচারে নীচে নামবে দুই দল।
শেষ ম্যাচে গুজরাট’কে হারাতে পারলে আরসিবি চতুর্থ দল হিসেবে ১৬ পয়েন্ট পাবে। অন্যদিকে পঞ্জাব’কে হারিয়ে দিল্লি ১৪ পয়েন্ট পেয়েছে, এবার যদি শেষ ম্যাচে মুম্বাই’কে তারা হারিয়ে দেয় তাহলে ১৬ পয়েন্ট পাবে। এক্ষেত্রে যদি লখনউ ও রাজস্থান নিজেদের শেষ ম্যাচে হারে তাহলে নেট রানরেটের বিচারে রাজস্থান, লখনউ, আরসিবি এবং দিল্লির মধ্যে যেকোনো তিনটি দল স্থান করে নেবে শেষ চারে।
আরসিবি যদি গুজরাট’কে হারায়, তাহলে অটোমেটিক প্লে অফে চলে যাবে রাজস্থান এবং লখনউ। এক্ষেত্রে দিল্লি শেষ ম্যাচ জিতলে চতুর্থ দল হিসেবে প্লে-অফের টিকিট পাকা করবে, আর যদি হারে তাহলে ১৪ পয়েন্ট পাওয়া দল গুলো’র মধ্যে নেট রানরেটের বিচারে এগিয়ে থাকা দল শেষ করবে প্রথম চারে।
তবে কলকাতার কাছে প্লে অফে যাওয়ার সুযোগ থাকবে তখন’ই যখন নাইটরা শেষ ম্যাচে লখনউ’কে হারাবে, তবে এক্ষেত্রে আরসিবি এবং দিল্লি’র নিজেদের শেষ ম্যাচে হারা বাধ্যতামূলক !
আরও পড়ুনঃ এবার KKR’এর প্রাক্তন সহকারী কোচ’কে জাতীয় দলের সীমিত ওভারের কোচের পদে আনতে চায় ইংল্যান্ড