IPL 2023 Auction : বিশ্বরেকর্ড গড়া নারায়ণ এলো কলকাতায় 

0
133
Kolkata Knight Riders picking up N Jagadeesan for 90 lakh rupees in IPL 2023 Auction
Kolkata Knight Riders picking up N Jagadeesan for 90 lakh rupees in IPL 2023 Auction

IPL 2023 Auction – ৯০ লাখ টাকার তামিলনাড়ুর উইকেটকিপার-ব্যাটার নারায়ণ জগদীশনকে দলে তুলে নিয়ে বাজিমাত করলো কলকাতা নাইট রাইডার্স। অবশ্য জগদীশনকে দলে তুলে নিতে চেন্নাই সুপার কিংসের সাথে বেশ লড়াই চলেছিলো কেকেআরের।

এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে আছেন জগদীশন। এবারের বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি। টুর্নামেন্টের একটি ম‍্যাচের এক ইনিংসে ২৭৭ রান করেছিলেন এই তামিলনাড়ুর এই ক্রিকেটার। ঘরোয়া অথবা আন্তর্জাতিক ক্রিকেটে কোনও ওয়ানডে ম‍্যাচে এক ইনিংসে এতো রান করার রেকর্ড কারোর দখলে নেই। প্রথম ক্রিকেটার হিসেবে চলতি মরশুমে টানা পাঁচটা লিস্ট এ (৫০ ওভারের) ম্যাচে সেঞ্চুরী করার নজির গড়েছিলেন জগদীশন।

অবশ্য জগদীশনের আইপিএলে খেলার খুব বিশেষ একটা অভিজ্ঞতা নেই। ২০১৮ সালে চেন্নাই সুপার কিংস তাকে দলে নিলেও প্রথম খেলার সুযোগ পান ২০২০ সালে। এদিন ২০ লাখ টাকা থেকে নিলামে তার দর ডাকা শুরু হয়, শেষ অবধি ৯০ লাখ টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্স তাকে দলে তুলে নেয়। (IPL 2023 Auction)

আরও পড়ুনঃ BAN vs IND 2022 : বাংলাদেশের বিরুদ্ধে ব‍্যাট করার সময় হাতে বিশেষ যন্ত্র পরে নামলেন শ্রেয়স আইয়ার 

তামিলনাড়ুর প্রিমিয়ার লিগে পরিচিত মুখ জগদীশণ। প্রথম শ্রেণীর ক্রিকেটের অভিষেক ম‍্যাচে তিনি সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলেন। ২০২১ সালে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে তামিলনাড়ুর সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি।

স্যাম বিলিংস, শেল্ডন জ্যাকসন এবং বাবা অপরাজিতের মতো উইকেট কিপার ব‍্যাটার কে ছেড়ে দিয়েছিলো কলকাতা নাইট রাইডার্স। আফগানিস্তানের উইকেটকিপার-ব্যাটার রহমানুল্লাহ গুরবাজকে দলে ট্রেডে তুলে নেয় কেকেআর। এবার জগদীশনকে দলে নিয়ে কেকেআর উইকেট কিপার বিভাগের শক্তি বাড়ালো।

আরও পড়ুনঃ IPL 2023 Auction : চড়া দামে ইংল্যান্ডের তারকা অধিনায়ক স্টোকস’কে দলে নিলো চেন্নাই সুপার কিংস