IND vs BAN 2022 – ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট দলের দোরগোড়ায় কড়া নাড়ছে একাধিক প্রতিভাবান ব্যাটার। তারা সকলেই ইতিমধ্যে নিজের যোগ্যতার পরিচয় দিয়েছে। তাই রোববার থেকে শুরু হতে চলা ভারত-বাংলাদেশ ওয়ানডে সিরিজে নিজেকে প্রমাণ করতেই হবে কে এল রাহুল’কে।
এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের আসরে একেবারেই ছন্দে পাওয়া যায়নি রাহুল’কে। এর জেরে চরম সমালোচনা হজম করতে হয়েছে তাকে। এদিকে ইতিমধ্যে সঞ্জু স্যামসন, শুভমান গিল, ইশান কিষাণের মতো ক্রিকেটারেরা তাদের পারফরম্যান্সের মধ্যে দিয়ে জাতীয় দলের জায়গা পাওয়ার অন্যতম দাবীদার হয়ে উঠেছেন। তাই ২০২৩ এর ওয়ানডে বিশ্বকাপের দলে জায়গা পাকা করার লড়াই শুরু হবে কে এল রাহুলের আসন্ন বাংলাদেশ সফরে। কারণ নতুন নির্বাচন কমিটির নজর থাকবে তার পারফরম্যান্সে। (IND vs BAN 2022)
🌞
— K L Rahul (@klrahul) November 30, 2022
⛓️: @men_of_platinum @ORRAJewellery pic.twitter.com/TkiGvWdr9E
ডান হাতি এই ব্যাটার এবছর ৬ টা ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। সেখানে ২৬.০০ গড়ে মাত্র ১৫৬ রান করেছিলেন তিনি। করেছিলেন মাত্র একটি হাফ সেঞ্চুরি। এবছর ওয়ানডে ক্রিকেটে রাহুলের পারফরম্যান্স একেবারেই ভালো নয়, তাই বাংলাদেশের (IND vs BAN 2022) বিরুদ্ধে সিরিজে ভালো কিছু করে দেখাতেই হবে তাকে। নাহলে তাকে দলের বাইরে যাওয়ার পথ দেখিয়ে দেওয়া হতে পারে।
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : মেসির পেনাল্টি মিস, পোল্যান্ড’কে হারিয়ে ষোলোয় আর্জেন্টিনা
INDIA vs BANGLADESH Squads
India ODI Squad for IND vs BAN 2022 :
Rohit Sharma (Captain), Shikhar Dhawan, Virat Kohli, Rajat Patidar, Shreyas Iyer, Rahul Tripathi, Washington Sundar, Axar Patel, Shahbaz Ahmed, KL Rahul, Rishabh Pant, Ishan Kishan, Shardul Thakur, Mohammed Shami, Mohammed Siraj, Deepak Chahar, Kuldeep Sen.
Bangladesh ODI Squad for IND vs BAN 2022 :
Tamim Iqbal (Captain), Yasir Ali, Najmul Hossain Shanto, Shakib Al Hasan, Afif Hossain, Mahmudullah, Mehidy Hasan Miraz, Litton Das, Anamul Haque, Mushfiqur Rahim, Nurul Hasan, Mustafizur Rahman, Taskin Ahmed, Hasan Mahmud, Ebadot Hossain, Nasum Ahmed.
আরও পড়ুনঃ IND VS BAN 2022 : বাংলাদেশ সফরে পন্টিং’কে টপকে যাওয়ার সুযোগ কোহলির কাছে