BAN vs IND 2022 : অনুশীলনে চোট পেলেন কে এল রাহুল, কাল খেলবেন তো ? জানুন বিস্তারিত 

0
27
KL Rahul was injured in practice, will he play tomorrow in BAN vs IND 2022 2nd test Know the details
KL Rahul was injured in practice, will he play tomorrow in BAN vs IND 2022 2nd test Know the details

BAN vs IND 2022 – নেট সেশনে ব‍্যাটিং প্রাক্টিস করাকালীন চোট পেয়েছিলেন কে এল রাহুল। এরপর বৃহস্পতিবার থেকে মিরপুরে শুরু হতে চলা টেস্ট ম্যাচে তার খেলাকে কেন্দ্র করে প্রশ্ন চিহ্ন তৈরী হয়েছিল। যদিও ভারতের ব‍্যাটিং কোচ বিক্রম রাঠোর জানিয়েছেন মিরপুর টেস্টে রাহুলের খেলার ব‍্যাপারে চিন্তা করার মতো কিছুই নেই। ডাক্তার পরিচর্যা করছেন, তবে রাহুলের চোট খুব একটা গুরুতর নয়।

বৃহস্পতিবার মিরপুরে শুরু হব ভারত – বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ। আর সেই ম‍্যাচে রাহুলের থেকে ভালো ব‍্যাটিংয়ের প্রত‍্যাশা করেছেন আকাশ। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসে ২২ এবং ২৩ রান করেছিলেন রাহুল।

প্রথম টেস্ট ম্যাচে ১৮৮ রানে বিরাট জয় পেয়েছিলো ভারত। ম‍্যাচের দ্বিতীয় ইনিংসে শুভমান গিল। রোহিত শর্মা না খেলায় সেই ম‍্যাচে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছিলেন কে এল রাহুল। (BAN vs IND 2022)

নিজের YouTube চ‍্যানেলের ভিডিওতে আকাশ চোপড়া মিরপুর টেস্ট সম্পর্কে বলেছেন –

“কে এল রাহুলকে রান করতে দেখতে চাই, দ্বিতীয় টেস্টে। এমন নয় ও যে খারাপ ক্রিকেটার। কিন্তু ভারতীয় দলে খারাপ কিছু হলেই দেখি সমস্ত দোষ রাহুলের ঘাড়ে চাপিয়ে দেয়।”

আরও পড়ুনঃ BAN vs IND 2022 : কোহলির রানের খিদে চিন্তায় ফেলেছে অ্যালান ডোনাল্ডকে 

অধিকাংশ ক্রিকেট প্রেমীরা চাইছেন ভারতীয় দল থেকে বাদ দেওয়া হোক কে এল রাহুল কে। এ ব‍্যাপারটার উল্লেখ করে আকাশ চোপড়া বলেছেন –

“সবাই এখন চাইছে বাদ দেওয়া হোক কে এল রাহুল কে। আসলে অন‍্য কেউ এখন ভালো খেলছে, তাই সবাই ওকে বাদ দেওয়ার দাবী জানিয়েছেন। আসলে আমরা খুব দ্রুত আমাদের মনোভাব বদলে ফেলি।”

২০২২ সালটা খারাপ যাচ্ছে কে এল রাহুলের। তিনটে টেস্টে ১২৫ রান করেছেন ২০.৮৩ গড়ে।

আরও পড়ুনঃ Messi : অন‍ন‍্যা পান্ডের নকল করলেন লিওনেল মেসি, সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার বলিউড অভিনেত্রী