KL Rahul : কে এল রাহুলকে ভারতের বর্তমান ৫০ ওভারের দলে দেখছেন না এই প্রাক্তন ভারত তারকা

0
16
KL Rahul :
KL Rahul : "KL Rahul may not be part of the playing XI in 50-over cricket at the moment" - Sanjay Bangar on Hardik Pandya as India's next white-ball captain

KL Rahul – ভারতের পরবর্তী সিমিত ওভারের সহ অধিনায়কের ভূমিকায় হার্দিক পান্ডিয়া কে দেখছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম‍্যাচে টি টোয়েন্টি সিরিজে রোহিত শর্মা এবং কে এল রাহুলের অব‍র্তমানে হার্দিক পান্ডিয়া নেতৃত্ব দেবেন ভারতীয় ক্রিকেট দলকে। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই সিরিজে ভারতের সহ অধিনায়ক করা হয়েছে হার্দিককে, যদিও কে এল রাহুল খেলছেন সেই ওডিআই সিরিজে।

Star Sports এর’The Cricinfo Show তে আলোচনা করা কালীণ সঞ্জয় বাঙ্গার দাবী জানিয়েছেন ভারতের পরবর্তী সাদা বলের অধিনায়ক হওয়ার দৌড়ে কে এল রাহুলকে এখন অনেক টাই পিছিয়ে দিয়েছেন সকলে। তার বক্তব্য, (KL Rahul)

“ইশান কিষাণের সাম্প্রতিক তম পাওয়া সাফল্যের নিরিখে এই মুহূর্তে বলা যায় টপ অর্ডারে রাহুল কে খেলার সুযোগ পেতে হলে এখন রীতিমতো লড়াই করতে হবে। আমার মতে কে এল রাহুল বর্তমানে ভারতের পঞ্চাশ ওভারের ক্রিকেট দলের সদস্য নন।”

আরও পড়ুনঃ MS Dhoni : কন‍্যা জিভার সাথে বর্ষবরণের অনুষ্ঠান সারলেন মহেন্দ্র সিং ধোনি, দেখুন ভিডিও

অধিনায়ক হিসেবে গুজরাট টাইটান্সকে আইপিএল জেতানোটাই হার্দিককে অধিনায়ক হিসেবে কয়েক গুন এগিয়ে দিয়েছে রাহুলের থেকে। সঞ্জয়ের বক্তব্য,

“অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়ার কেরিয়ারটা অত্যন্ত ভালো, যেভাবে গুজরাট টাইটান্সকে আইপিএল চ‍্যাম্পিয়ান করিয়েছেন সেটা ভীষণ ভালো। তাই রোহিত শর্মার দায়িত্ব ছাড়ার পর ভারতের পরবর্তী সীমিত ওভারে অধিনায়কত্ব পাওয়ার বিচারে এখন কয়েক গুন এগিয়ে আছেন রাহুল।”

এই মুহুর্তে ভারতীয় ক্রিকেট দল আসন্ন ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে কে এল রাহুলকে উইকেট কিপার ব‍্যাটার হিসেবে প্রস্তুত করতে চলেছেন বলেই মনে করা হচ্ছে। এমন সময় ইশান কিষাণের বাংলাদেশের বিরুদ্ধে বিধ্বংসী ওডিআই ডবল সেঞ্চুরি এখন। চিন্তায় ফেলেছে ভারতের টিম ম্যানেজমেন্টকে। (KL Rahul)

আরও পড়ুনঃ Lionel Messi : বছর বরণে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বক্তব্য রাখলেন লিওনেল মেসি