Border-Gavaskar Trophy, 1st Test : বেশি রক্ষণাত্মক খেলতে গিয়ে ডুবলো রাহুল, মত হরভজন সিংয়ের

0
11
KL Rahul got out while playing more defensively in Border-Gavaskar Trophy, 1st Test thinks Harbhajan Singh
KL Rahul got out while playing more defensively in Border-Gavaskar Trophy, 1st Test thinks Harbhajan Singh

Border-Gavaskar Trophy, 1st Test – নাগপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে বড়ো ইনিংস খেলবেন কে এল রাহুল, এমনটাই আশা রাখছেন প্রাক্তন ভারতের স্পিনার হরভজন সিং

শুভমান গিলের মতো ইনফর্ম ব্যাটার কে বসিয়ে ভারতের টিম ম্যানেজমেন্ট নাগপুর টেস্টে খেলিয়েছেন কে এল রাহুলকে। তিনি এই দলের সহ অধিনায়ক’ও বটে।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার তোলা ১৭৭ রানের জবাবে ব‍্যাট করতে নেমে শুরু থেকেই কামিন্স এবং লিয়ঁর বিরুদ্ধে মারমূখী মেজাজে ব‍্যাট করতে থাকেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ম‍্যাচের প্রথম দিনেই কেরিয়ারের ১৫ তম টেস্ট হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। (Border-Gavaskar Trophy, 1st Test)

উল্টোদিকে কে এল রাহুলের খেলায় দেখা মিলেছে বাড়তি সতর্কতা। তার রক্ষণাত্মক ইনিংস খুবই দৃষ্টিকটু লেগেছে অনেকের। প্রথম দিনের খেলা শেষ হওয়ার কয়েক মুহূর্ত আগে অস্ট্রেলিয়ার স্পিনার টড মার্ফি তার উইকেট তুলে নেন একটা সহজ ক‍্যাচ নিয়ে। মার্ফির অভিষেক টেস্ট শিকার রাহুল।

নিজের YouTube চ‍্যানেলে প্রথম ইনিংসে রাহুলের খারাপ ব‍্যাটিং করার বিষয় বক্তব্য রাখতে গিয়ে হরভজন সিং বলেছেন –

“কে এল রাহুল নিজেও হতাশ হয়েছে এমন মন্থর ইনিংস খেলে। আমার বিশ্বাস ও যদি আরো একটু আক্রমণাত্মক ক্রিকেট খেলতো, তাহলে আরও রান করতো। আমি আশা রাখছি দ্বিতীয় ইনিংসে ব‍্যাট করার সুযোগ পেলে রাহুল নিজের আত্মবিশ্বাস বাড়াতে কিছু রান করবে।”

রোহিত শর্মা যে টেস্টের দ্বিতীয় দিন সেঞ্চুরি করবেন সেই বিষয় আশাবাদী ছিলেন হরভজন। তার বক্তব্য –

” এই পিচে ভারতের অন্তত ৩০০-৩৫০ রান করা উচিত।অধিনায়ক রোহিত শর্মা একটা দারুণ ইনিংস খেলেছে, পঞ্চাশের বেশি রান করে নট আউট আছে। যদি দ্বিতীয় দিন প্রথম সেশন খেলে নেয় তাহলে রোহিতের সেঞ্চুরি করার সম্ভাবনা প্রবল‌।”

অস্ট্রেলিয়ার ব‍্যাটিং বলুন বা বোলিং বিভাগ‌। প্রথম দিন দুই বিভাগের পারফরম্যান্স ছিলো শ্রীহিন। ভারতের স্পিনারদের দাপটে ওদের ব‍্যাটিং লাইন আপে ধস নামে। স্মিথ এবং লাবুসানে ছাড়া গোটা অসি শিবির কার্যত ব‍্যথ এদিন‌।

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : রোহিতের সেঞ্চুরি, জাদেজা, আক্সারের হাফ সেঞ্চুরি, টেস্টের দ্বিতীয় দিনেও চালকের আসনে ভারত 

হরভজন বলেছেন যদি ভারত ৩৫০ রান করে ফেলতে পারে কোনও মুখে তাহলে তারা আর প্রত‍্যাবর্তন করতে পারবেন না এই ম‍্যাচে। কারণ অস্ট্রেলিয়ার পক্ষে দ্বিতীয় ইনিংসে তিনশো রানের গন্ডি পেরানো খুব মুস্কিল হবে বলে মনে করেন তিনি। ভাজ্জির বক্তব্য –

“ভারত যদি ৩৫০ রান তুলে ফেলে তাহলে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে দুশো রান তুলতে পারবেনা। কারণ এই পিচে যতো বোলিং করা হবে তত স্পিন হবে। আর যদি স্পিন হয় তাহলে ভারতের তিন স্পিনারের কাছে আত্মসমর্পণ করবে অস্ট্রেলিয়া।”

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : অভিষেক টেস্টে ৫ উইকেট নিলেন অসি স্পিনার টড মার্ফি