KL Rahul – সোমবার ২৩ শে জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তারকা ভারতীয় ক্রিকেটার কে এল রাহুল এবং বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টি।মুম্বাইয়ের কাছে সুনীল শেট্টির খান্ডালার ফার্ম হাউসে অনুষ্ঠিত হয়েছে এই বিবাহ অনুষ্ঠান।
বিকেলে এই বিবাহের খবর কনফার্ম করেছেন আথিয়ার বাবা সুনীল এবং ভাই আহান।সাংবাদিকদের সুনীল শেট্টি জানিয়েছেন,(KL Rahul)
” রাহুলের পরিবার খুব ভালো।বিয়ে হয়ে গেছে, সরকারি ভাবে শ্বশুর মশাই হলাম।” এদিন তিনি জানিয়েছেন আইপিএল ২০২৩ শেষের পর রিসেপশন আয়োজন করা হবে।(KL Rahul)
প্রায় দুই বছরের বেশি সময় ধরে রাহুল এবং আথিয়া একে অপরকে ডেট করেন।এবং আজ অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তারা দুজনে।প্রায়শই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায় তাদেরকে।২০২১ সালে ইংল্যান্ড ট্যুরের সময় রাহুলের সাথে ছিলেন আথিয়া।(KL Rahul)
আরও পড়ুনঃ Umran Malik : ফিটনেসের দিক থেকে হ্যারিসের ধারেকাছে নেই এই ভারতীয় পেসার, দাবী আকিব জাভেদের
ভারতের তিন ফর্ম্যাটের দলেরই নিয়মিত সদস্য রাহুল।গতবছর রেগুলার অধিনায়ক রোহিত শর্মার অবর্তমানে দলকে নেতৃত্ব দিয়েছিলো।এখনও ভারতের টেস্ট দলের সহ অধিনায়ক রাহুল, আগামী মাস থেকে শুরু হতে চলা অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার গাভাস্কার সিরিজে খেলতে দেখা যাবে তাকে।৯ ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে সেই সিরিজ।এখনও ভারতের পক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনালে খেলার সুযোগ আছে ভারতের কাছে,তাই এই সিরিজ ভীষণ গুরুত্বপূর্ণ টিম ইন্ডিয়ার।
২০১৪ সালে ভারতের হয়ে অভিষেক করেন রাহুল।এখনও অবধি খেলেছেন ৪২ টা টেস্ট,৪৫ টা ওয়ানডে এবং ৭০ টা টি টোয়েন্টি।আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক তিনি, এর আগে পঞ্জাব কিংস কে নেতৃত্ব দিতে দেখা গেছে তাকে।
আসা যাক আথিয়া শেট্টির প্রসঙ্গে।২০১৫ সালে ‘হিরো’নামের একটি ছবির মধ্যে দিয়ে।এই ছবিতে অভিনয় করার ফিল্মফেয়ারের শ্রেষ্ঠ নবাগতা অভিনেত্রীর পুরস্কার পান।মুবারকান,মোতিচোর চাকনাচোরর মতো ছবিতে অভিনয় করার পাশাপাশি নাওয়াবজাদের মতো ছবিতে অভিনয় করছেন তিনি।
আরও পড়ুনঃ IND vs NZ 2023 : ভারতের বোলিং ইউনিটকে আরও ক্ষুরধার হয়ে ওঠার পরামর্শ দিলেন পাক প্রাক্তনী