KKR Squad 2023 – শুক্রবার কোচিতে অনুষ্ঠিত আইপিএলের মিনি নিলামে সবচেয়ে কম বাজেট নিয়ে বসেছিলো কলকাতা নাইট রাইডার্স। তাদের হাতে টাকা ছিলো ৭.০৫ কোটি টাকা। দলে নিতে হতো ১১ জন ক্রিকেটার। তাই নিলামের প্রথম দিকে তারা যে নীরব দর্শকের ভূমিকা পালন করবে সেটা একপ্রকার স্পষ্ট ছিলো বলা চলে।
কলকাতা নাইট রাইডার্স নিলামে প্রথম হাঁক পাড়ে হিমাচল প্রদেশের ২৫ বছর বয়সী অলরাউন্ডার বৈভব অরোরার নাম এলে। ২০ লাখ টাকা বেস প্রাইস ছিলো এই ভারতীয় ক্রিকেটারের। কেকেআর বিড শুরু করে, এবং শেষ অবধি লখনউ সুপার জায়ান্টসের সাথে দারুণ দর কষাকষির পর দলে নিশ্চিত করে ফেলে তাকে। ৬০ লাখ টাকার বিনিময়ে। ২৪ টা টি টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে বৈভব অরোরার। তিনি নিয়েছেন ২৫ উইকেট, সেরা স্পেল ১৬ রানে ৩ উইকেট। রান করেছেন সাত। (KKR Squad 2023)
দুই বারের আইপিএল চ্যাম্পিয়ান ফ্রাঞ্চাইজি এরপর বিড করেন চলতি মরশুমে ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দে থাকা নারায়ণ জগদীশনকে দলে পাওয়ার জন্যে, এবং শেষ অবধি তারা নিতে সফল হয় প্রাক্তন আইপিএল চ্যাম্পিয়ান চেন্নাই সুপার কিংসের এই তারকা উইকেট কিপার ব্যাটারকে ৯০ লাখ টাকার বিনিময়ে। (KKR Squad 2023)
ডান হাতি এই ব্যাটার এবার বিজয় হাজারে ট্রফিতে টানা পাঁচটি সেঞ্চুরি করেছিলেন। এরমধ্যে আছে ১৪১ বলে খেলা ২৭৭ রানের ইনিংস। পরের রঞ্জি ট্রফির প্রথম ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন তিনি। (KKR Squad 2023)
এরপর ২০ লাখ টাকার বেস প্রাইসে ১৯ বছর বয়সী লেগ স্পিনার সুইয়াশ শর্মাকে। দিল্লির যুব তারকা এই ক্রিকেটার। তার বেশ কিছু বোলিং ভিডিও দেখা যায় সোশ্যাল মিডিয়ায়, যেখানে তার গুগলি বেশ চমকপ্রদ মনে হয়েছে।
Presenting you the #GalaxyOfKnights 2️⃣0️⃣2️⃣3️⃣! 💜 pic.twitter.com/zOhoUonw5E
— KolkataKnightRiders (@KKRiders) December 23, 2022
কলকাতা নাইট রাইডার্সের একজন ব্যাক আপ প্রয়োজন ছিলো তাদের দলের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলের। অনেকটা সেই ভাবনা থেকেই নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড উইসে কে দলে নিয়েছে তারা, ৩৭ বছর বয়সী এই পোড়খাওয়া অলরাউন্ডার কে তার বেস প্রাইস এক কোটি টাকার বিনিময়ে। প্রাক্তন সাউথ আফ্রিকান এবং বর্তমানে নামিবিয়ার এই অলরাউন্ডারের ডেথ ওভারে বোলিং করার ক্ষমতা রীতিমতো প্রশংসনীয়। বল কে নিজের মতো করে কথা বলাতে পারেন ইনি।
শ্রেয়স আইয়ার নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স এরপর দলে নিয়েছেন তিরিশ বছর বয়সী অভিজ্ঞ বাঁ হাতি পেসার কুলয়ান্ত খেজরোলিয়াকে, তার বেস প্রাইস ২০ লাখ টাকার বিনিময়ে। এর আগে ২০১৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং ২০১৯ সালে দিল্লি ক্যাপিটালসে খেলেছিলেন তিনি, নিয়েছিলেন বেশ কিছু উইকেট।
পরবর্তী সময় দ্রুত দুই ক্রিকেটারকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স,মনদীপ সিং এবং বাংলাদেশের তারকা উইকেট কিপার ব্যাটার লিটন দাস। ঘরোয়া ক্রিকেটে খেলার পাশাপাশি আইপিএলেও বেশ কিছু দলের হয়ে খেলার অভিজ্ঞতা আছে মনদীপের। অন্যদিকে বাংলাদেশের তারকা লিটন দাসের এটাই প্রথম আইপিএলের মরশুম। সম্প্রতি তামিম ইকবালের অবর্তমানে ভারতের বিপক্ষে বাংলাদেশ কে ওডিআই সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এখনো অবধি ৬৫ টা টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন লিটন। সেখানে ১২৮.৮৭ স্ট্রাইক রেটে ১৩৮৮ রান করেছেন। অবশ্য এই দুই ক্রিকেটারকে ব্যাক আপ হিসেবে ব্যবহার করা হবে। কলকাতার শেষ নেওয়া ক্রিকেটার বাংলাদেশের কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসান, এর আগেও কলকাতার হয়ে খেলার অভিজ্ঞতা আছে তার। (KKR Squad 2023)
আরও পড়ুনঃ IPL 2023 : আইপিএল সব দামি ক্রিকেটার বিদেশি’ই, হতাশ ভারতের প্রাক্তন ওপেনার
KKR players list with price (KKR Squad 2023)
Shreyas Iyer – ₹ 12.25 crore (Retained)
Nitish Rana – ₹ 8 crore (Retained)
Rinku Singh – ₹ 55 lakhs (Retained)
Andre Russell – ₹ 12 crore (Retained)
Tim Southee – ₹ 1.5 crore (Retained)
Umesh Yadav – ₹ 2 crore (Retained)
Venkatesh Iyer – ₹ 8 crore (Retained)
Varun Chakravarthy – ₹ 8 crore (Retained)
Sunil Narine – ₹ 6 crore (Retained)
Anukul Roy – ₹ 20 lakhs (Retained)
Harshit Rana – ₹ 20 lakhs (Retained)
Shardul Thakur – (Traded from Delhi Capitals)
Lockie Ferguson – (Traded from Gujarat Titans)
Rahmanullah Gurbaz – (Traded from Gujarat Titans)
N Jagadeesan – ₹ 90 lakhs (Signed in the auction)
Vaibhav Arora – ₹ 60 lakhs (Signed in the auction)
Suyash Sharma – ₹ 20 lakhs (Signed in the auction)
David Wiese – ₹ 1 crore (Signed in the auction)
Kulwant Khejroliya – ₹ 20 lakhs (Signed in the auction)
Mandeep Singh – ₹ 50 lakhs (Signed in the auction)
Litton Das – ₹ 50 lakhs (Signed in the auction)
Shakib Al Hasan – ₹ 1.5 crore (Signed in the auction)
IPL 2023 Auction KKR team (KKR Squad 2023)
IPL 2023 Kolkata Knight Riders squad: Shreyas Iyer (c), Nitish Rana, Rahmanullah Gurbaz, Venkatesh Iyer, Andre Russell, Sunil Narine, Shardul Thakur, Lockie Ferguson, Umesh Yadav, Tim Southee, Harshit Rana, Varun Chakravarthy, Anukul Roy, Rinku Singh, N. Jagadeesan, Vaibhav Arora, Suyash Sharma, David Wiese, Kulwant Khejroliya, Litton Das, Mandeep Singh, Shakib Al Hasan.
আরও পড়ুনঃ IPL 2023 : ২০২৩ সালের আইপিএলে আরসিবির হয়ে ওপেন করতে দেখা যাবে বিরাট কোহলিকে