আইপিএল ২০২৩ (IPL 2023) এর মিনি অকশনের আগে থেকেই দল গঠনে তৎপরতা দেখানো শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ট্রেডের মাধ্যমে ২০২২ সালের আইপিএল চ্যাম্পিয়ান গুজরাট টাইটান্সের নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসন এবং আফগানিস্তানের উইকেট কিপার – ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ’কে দলে নিলো কেকেআর।
আইপিএল ২০২২ এর মেগা নিলামে ১০ কোটি টাকার বিনিময়ে লকি ফার্গুসন’কে দলে নিয়েছিলো গুজরাট টাইটান্স। অধিনায়ক হার্দিক পান্ডিয়া, অভিজ্ঞ ভারতীয় পেসার মহম্মদ শামির পাশাপাশি গুজরাট টাইটান্সের পেস বিভাগের অন্যতম মুখ ছিলেন ফার্গুসন, ১৩ ম্যাচে ১২ উইকেট নিয়েছিলেন বাইশের আইপিএলে অভিষেকে চ্যাম্পিয়ান হওয়া গুজরাট টাইটান্সের হয়ে। এর আগে ২০১৯ থেকে ২০২১ সাল অবধি কলকাতা নাইট রাইডার্সের সদস্য ছিলেন লকি ফার্গুসন। তার নাইট শিবিরে আসাটা ঘর – ওয়াপসি বলা যায়। (IPL 2023)
🚨 NEWS 🚨: Lockie Ferguson and Rahmanullah Gurbaz traded from Gujarat Titans to Kolkata Knight Riders. #TATAIPL
— IndianPremierLeague (@IPL) November 13, 2022
More Details 👇https://t.co/FwBbZbwcP9
🚨 NEWS 🚨: Jason Behrendorff traded from Royal Challengers Bangalore to Mumbai Indians. #TATAIPL
— IndianPremierLeague (@IPL) November 12, 2022
More Details 🔽https://t.co/xbT3biQp6T
অন্যদিকে জেসন রয়ের পরিবর্তে একজন ওপেনারের প্রয়োজন ছিলো গুজরাট টাইটান্সের। ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে নিজের নাম তুলে নেন জেসন রয়, এই ইংলিশ ওপেনারের পরিবর্তে আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ’কে দলে নিয়েছিলো গুজরাট টাইটান্স। আইপিএলে (IPL 2023) গুজরাট টাইটান্সের হয়ে তেমন একটা খেলার সুযোগ পাননি গুরবাজ। কিন্তু এবারের এশিয়া কাপ, টি ২০ বিশ্বকাপে দেশের হয়ে ব্যাট করতে নেমে তিনি দেখিয়েছিলেন পাওয়ার প্লে’তে কি হারে বিধ্বংসী ব্যাটিং করতে পারেন তিনি। যেকোনো টি ২০ দলের অপরিহার্য অংশ হয়ে উঠতে পারেন এই আফগান ব্যাটার।
আইপিএলের তরফে জারি করা সরকারি বিবৃতিতে বলা হয়েছে –
“নিউজিল্যান্ডের ফাস্টবোলার লকি ফার্গুসন’কে ট্রেডের মাধ্যমে গুজরাট টাইটান্স থেকে কলকাত নাইট রাইডার্সে যোগ দিলো ২০২৩ সালের আইপিএল খেলার জন্য।
কলকাতা নাইট রাইডার্স এছাড়া আফগানিস্তানের উইকেট কিপার – ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ’কে ট্রেডের মাধ্যমে গুজরাট টাইটান্স থেকে দলে তুলে নিয়েছে।”
এটাই ২০২৩ সালের আইপিএলে (IPL 2023) দ্বিতীয় ট্রেড। ইতিমধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বা হাতি পেসার জেসন বেহেরেনডর্ফ ট্রেডের মাধ্যমে যোগ দিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সে। আইপিএলে অংশগ্রহণ কারী দশ ফ্রাঞ্চাইজি’কে আগামী ১৫ ই নভেম্বরের মধ্যে তাদের ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা বিসিসিআই’কে জমা দিতে হবে।
আগামী ২৩ শে ডিসেম্বর কোচিতে অনুষ্ঠিত হবে ২০২৩ সালের আইপিএলের মিনি নিলাম। প্রতিটি ফ্রাঞ্চাইজি’র পার্সে ৫ কোটি টাকা অতিরিক্ত খরচ করার ছাড় দেওয়া হয়েছে। মেগা নিলামের পর কেকেআরের কাছে পরে রয়েছে ০.৪৫ কোটি, গুজরাট টাইটান্সের কাছে আছে ০.১৫ কোটি টাকা।
আরও পড়ুনঃ IPL 2023 : বিশ্বকাপের সেমিফাইনালে ভারত বধের নায়ক’কে দলে পেতে মরিয়া KKR