IPL 2023 – দিল্লি ক্যাপিটালস থেকে ভারতের তারকা অলরাউন্ডার শার্দুল ঠাকুর’কে দলে তুলে নিয়ে বিরাট চমক দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আসন্ন মরশুমে কেকেআরের জার্সি গায়ে খেলবেন শার্দুল। এর আগে আইপিএল চ্যাম্পিয়ান গুজরাট টাইটান্সের রহমানুল্লাহ গুরবাজ এবং লকি ফার্গুসন’কে দলে নিয়েছে কেকেআর।
উদীয়মান ভারতীয় অলরাউন্ডার আমান খানকে দিয়ে শার্দুল ঠাকুর’কে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (IPL 2023)। ২০২২ সালের আইপিএলের মেগা নিলাম থেকে আমান’কে দলে নিয়েছিলো কেকেআর ২০ লাখ টাকা দিয়ে।
#kkr walo, Imagine Lord #Shardulthakur , Lord Umesh and #LockieFerguson having a bad day at Field, #ipl #ipl2023 pic.twitter.com/5yrE6zKkSN
— Aljeh (@Aljeh5) November 14, 2022
Lord Rinku Singh and Lord Shardul Thakur playing together for KKR 😂🔥#IPL2023 #KKR @KKRiders
— Vathan Ballal (@VathanBallal) November 14, 2022
Wow. #KKR grab Shardul Thakur. Hefty price tag. And economy not in his favour. And they mostly spend their entire purse before the auctions itself. And still and Indian batsman short.
— Chirag Gupta (@ChiragG14) November 14, 2022
KKR slowly becoming a mumbai lobby
— Sagar (@SagarW_2002) November 14, 2022
Shreyas Iyer
Aman Khan
Shardul Thakur
Abhishek Nayar
Venky Mysore before doing andhadhun trades 💔😭#ShardulThakur #KKR #IPL2023 pic.twitter.com/7jyyKkk14r
— Sagar (@SRKsArmour) November 14, 2022
স্বাভাবিক শার্দুল যোগ দেওয়ায় ভীষণ খুশি হয়েছে কলকাতা নাইট রাইডার্সের ফ্যানেরা। গোটা কলকাতা বাসী এখন লর্ড শার্দুলের দলে ঢোকার অপেক্ষায় বসে আছেন। (IPL 2023)
আসন্ন নিউজিল্যান্ড সফরে ভারতের ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন শার্দুল ঠাকুর। ২০২২ এর আইপিএলের মেগা নিলাম থেকে ১০.৭৫ কোটি টাকার বিনিময়ে এই মেগা অলরাউন্ডার’কে দলে তুলে নিয়েছিলো দিল্লি ক্যাপিটালস। তাকে ছাড়াও টিম সেফার্ট, কে এস ভারত, মনদীপ সিং এবং অশ্বিন হেববার’কে দলে নিয়েছিলো দিল্লি ক্যাপিটালস। (IPL 2023)
নিলামে ভারতীয় বোলিং অলরাউন্ডারদের ভীষণ ডিমান্ড ছিলো, তাই দিল্লি ক্যাপিটালস ছাড়া চেন্নাই সুপার কিংস, গুজরাট টাইটান্স এবং পঞ্জাব কিংস শার্দুল ঠাকুর’কে দলে নিতে চেয়েছিলো। (IPL 2023)
আইপিএল ২০২২ এ ১৪ ম্যাচে ৯.৭৯ ইকনমি রেটে ১৫ উইকেট নিয়েছিলেন শার্দুল ঠাকুর। ২০১৭ সাল থেকে আইপিএলে নিয়মিত ভাবে খেলে আসছেন শার্দুল ঠাকুর, এটাই ছিলো তার খারাপ বোলিং পারফরম্যান্স। ব্যাট হাতে পালগড়ের এই ক্রিকেটার ১৩৮ এর স্ট্রাইক রেটে ১২০ রান করেছিলেন। (IPL 2023)
মঙ্গলবার বন্ধ হবে আইপিএল ২০২৩ (IPL 2023) এর ট্রেড উইন্ডো। এবার এবিষয় সবচেয়ে বেশি সক্রিয় কলকাতা নাইট রাইডার্স।
মঙ্গলবারের মধ্যে আইপিএলের প্রতিটি ফ্রাঞ্চাইজি কে তাদের পরের মরশুমের আইপিএলের জন্যে ধরে রাখা এবং ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা জমা দিতে হবে। মঙ্গলবার বিকেল ৫ টার মধ্যে রিটেনশন উইন্ডো বন্ধ হবে।
লকি ফার্গুসন, রহমানুল্লাহ গুরবাজের পর দুইবারের আইপিএল চ্যাম্পিয়ান দল ২০২৩ এর আইপিএলের জন্যে তৃতীয় ক্রিকেটার হিসেবে তুলে নিলো শার্দুল ঠাকুর’কে।
আরও পড়ুনঃ IND vs NZ 2022 : অশ্বিনের যোগ্য উত্তরসূরী’র খোঁজ পেলো টিম ইন্ডিয়া
২০২২ এর আইপিএলে খেলার অভিজ্ঞতা ভুলতে চাইবে কলকাতা নাইট রাইডার্স। ১৪ ম্যাচে ৮ টিতে হেরে লিগ টেবিলের সাত নম্বর স্থানে শেষ করে কেকেআর।
এরপর কোচের পদ ছেড়েছেন ব্রেন্ডন ম্যাকালাম, এরপর ফ্রাঞ্চাইজির নতুন কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে চন্দ্রকান্ত পন্ডিত। সহকারী কোচের পদে নেওয়া হয়েছে জেমস ফস্টার’কে কেকেআর প্রাক্তনী রায়ান টেন দুশখাটে’কে নেওয়া হয়েছে ফিল্ডিং কোচ হিসেবে। ২০১২ এবং ২০১৪ সালের আইপিএল চ্যাম্পিয়ান দলের কাছে এখন প্রত্যাবর্তন করাটাই লক্ষ্য।