Karim Benzema : বেঞ্জেমাকে চাইছে ম‍্যানচেস্টার ইউনাইটেড

0
20
Karim Benzema : Manchester United To Launch Sensational Bid To Sign Karim Benzema
Karim Benzema : Manchester United To Launch Sensational Bid To Sign Karim Benzema

Karim Benzema – ফরাসি তারকা করিম বেঞ্জেমা কে দলে পেতে আগ্রহী ম‍্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হ‍্যাগ। রিয়াল মাদ্রিদের সাথে এখনও অবধি কোনও নতুন চুক্তি সারেনি এই ফরাসি তারকা, এই গ্রীষ্মে এই স্প‍্যানিশ ক্লাবের সাথে তার চুক্তি শেষের পথে।

El Nacional এর রিপোর্ট অনুযায়ী এই ব‍্যালন ডি’অর জয়ী সেন্টার ফরোয়ার্ডকে (Karim Benzema) এখন দলে পেতে ভীষণ আগ্রহী টেন হ‍্যাগ। তাকে ওল্ডট্রাফোর্ডে আনতে মোটা অংকের প্রস্তাব দেবে রেড ডেভিলসরা।

প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে দামী ফুটবলার হওয়ার সম্ভাবনা আছে বেঞ্জেমার (Karim Benzema), এবং প্রতি ম‍্যাচেই তার প্রথম একাদশে থাকাটা প্রায় পাঁকা বলা চলে। তার সাথে বছর তিনেকের চুক্তি করতে চায় ম‍্যানচেস্টার ইউনাইটেড।

সংশ্লিষ্ট রিপোর্ট অনুযায়ী রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ বাধা না দিলে রিয়াল মাদ্রিদ ছাড়তে আগ্রহী বেঞ্জেমা। দীর্ঘ ১৩ বছর রিয়াল মাদ্রিদে খেলেছিলেন বেঞ্জেমা, ২০০৯ সালে লিয়ঁ থেকে ৩৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদে এসেছিলেন তিনি।

আরও পড়ুনঃ Jasprit Bumrah : নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ’ও মিস করার পথে জসপ্রীত বুমরাহ

ফ্রেঞ্চ তারকা ফুটবলার ২০২১-২২ মরশুমে দুর্দান্ত খেলেছিলেন বেঞ্জেমা, জিতেছেন ব‍্যালন ডি’অর এছাড়া স্প‍্যানিশ লিগ এবং চ‍্যাম্পিয়ান্স লিগের টপ স্কোরার ছিলেন। গত মরশুমে সব ধরনের প্রতিযোগীতা মিলিয়ে ৪৬ টা ম‍্যাচ খেলেছিলেন, গোল করেছিলেন ৪৪ টা। এই মরশুমে খানিকটা চোটাঘাতে ভুগছেন, তবুও এখনও অবধি ১৪ ম‍্যাচে ৯ গোল করে ফেলেছেন তিনি।

আরও পড়ুনঃ Dhoni : “ধোনির মতো অধিনায়ক প্রজন্মতে একটাই আসে” : মাহি বাকিদের থেকে আলাদা কোথায় তা বোঝালেন প্রাক্তন ভারত তারকা