Kapil Dev : ঋষভ পন্তকে চড় মারার অপেক্ষায় আছেন কপিল দেব !

0
26
Kapil Dev is waiting to slap Rishabh Pant
Kapil Dev is waiting to slap Rishabh Pant

Kapil Dev – গতবছর ৩০ শে ডিসেম্বর ভয়াবহ পথ দূর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন ভারতের উইকেট কিপার – ব‍্যাটার ঋষভ পন্ত। দূর্ঘটনার পর পন্তের গাড়িতে আগুন লেগে যায়। কোনও রকমে গাড়ি থেকে বেরিয়ে নিজের প্রান বাঁচান এই ক্রিকেটার। এই মুহুর্তে নিজের বাড়িতে সুস্থ হয়ে উঠছেন পন্ত। পন্ত সুস্থ হয়ে উঠলেই তাকে চড় মারবেন কপিল দেব (Kapil Dev), ইদানিং একটা সাক্ষাৎকারে এমনটাই বলেছেন ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

কপিল দেব বলেছেন পন্ত না থাকায় বর্তমান ভারতীয় দলটাকে কেমন একটা ছন্নছাড়া লাগছে। সন্তান যখন কোনও ভুল করে তখন তাকে শাসন করার অধিকার আছে তার বাবা মায়ের, পন্তের ক্ষেত্রে সেই একই ভূমিকা পালন করতে চান কপিল। (Kapil Dev)

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : টেস্টে রোহিতের ঘনঘন অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন সঞ্জয় মাঞ্জেরেকার

“পন্তের প্রতি আমার খুব ভালোবাসা। আমি চাই ও দ্রুত সুস্থ হয়ে উঠুক, তারপর ওকে একটা চড় মারবো, আর বলবো নিজের প্রতি খেয়াল রাখতে। তোমার দূর্ঘটনার জন্যে বর্তমানে ভুগছে গোটা ভারতীয় দল। আমি ওকে ভীষণ ভালোবাসি, পাশাপাশি ওর উপর ক্ষোভ ও আছে আমার। এখন কার যুবতারকারা এরকম ভুল কেনো করবে, এর জন্যে একটা চড় অবশ্য প্রাপ‍্য ওর।

গোটা বিশ্বের আশীর্বাদ আছে ওর উপর। ভগবান ওকে সুস্থ করে দিক। তবে তারপর অভিভাবক হিসেবে ওকে শাসন করার প্রয়োজন আছে।” 

অ্যাক্সিডেন্টের পর থেকে একাধিক সার্জারি করা হয়েছে পন্তের। অ্যাক্সিডেন্টের পর গাড়ি পুরো যাওয়ায় একাধিক জায়গা জ্বলে গেছে পন্তের। এখন তার বাইরে বসে থাকা ছাড়া আর উপায় নেই। ২৫ বছর বয়সী এই ভারত তারকা এবারের আইপিএল মিস করবে, এবছর তার খেলার মাঠে ফেরার সম্ভাবনা খুবই কম।

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : অশ্বিনকে সামাল দিতে প্রস্তুত আমরা, হুংকার দিলেন স্টিভ স্মিথ