VIRAL VIDEO : রনবীর সিং সেজে সব্বাই’কে চমকে দিলেন কপিল দেব! ভাইরাল হলো ভিডিও!

0
110
Kapil Dev channels Ranveer Singh in a hilarious and quirky ad
Kapil Dev channels Ranveer Singh in a hilarious and quirky ad

আর হাতে গোনা কয়েক দিন বাদেই আসতে চলেছে ৮৩’ছবিটি। যেখানে ১৯৮৩ সালে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের গল্প চাক্ষুষ করতে চলেছি আমরা। ছবিতে প্রথম বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক কপিল দেবের চরিত্রে অভিনয় করতে চলেছেন রনবীর সিং। একথা আমাদের সবার জানা, এবার রনবীর সিং সেজে সব্বাইকে চমকে দিলেন স্বয়ং কপিল দেব!

রনবীর সিংয়ের ড্রেসিং সেন্স অদ্ভুত, আশ্চার্য লেভেলের এনার্জি তার।আর তার সবটাই নিজের মধ্যে দারুণ ভাবে ফুটিয়ে তুলেছেন কপিল দেব, একটি বিজ্ঞাপনে।

আরও পড়ুনঃ IPL 2021: আগামী বছর দেশে ফিরছে আইপিএল, ঘোষণা সৌরভ গঙ্গোপাধ্যায়ের!

ভিডিওটি’তে তাকে কখনও দেখা গেছে গোলাপি রঙের পোশাক পড়ে টেস্ট ক্রিকেট খেলতে আবার কখনও যুদ্ধের পোষাক পরে ব‍্যাটিং করছেন তিনি। আবার কখনও শাড়ি পরে করলেন বোলিং।সব মিলিয়ে গোটা ভিডিও’টি ছিলো একের পর এক চমকে ভরপুর। যা উপভোগ করেছেন সকলে। যা নিজের সোশ্যাল মিডিয়া হ‍্যান্ডেলে শেয়ার করেন কপিল। এর আগে এই সংস্থার বিজ্ঞাপনে রাহুল দ্রাবিড়, নীরজ চোপড়া, বেঙ্কটেশ প্রসাদ, শ্রীনাথ’কেও ভিন্ন মেজাজে দেখা গেছে।

আরও পড়ুনঃ T20WC : দ্রাবিড় পরবর্তী ভারতীয় কোচ, জানেন না কোহলি !