IND vs NZ 2022 – ভারতীয় ক্রিকেট দলে উমরান মালিকের ভবিষ্যত খুব উজ্জ্বল। এমনটাই মনে করেন নিউজিল্যান্ডের ক্যাপ্টেন কেন উলিয়ামসন। আইপিএলে উমরান উইলিয়ামসনের ক্যাপ্টেন্সি’তে খেলেছেন এবছর। উল্কার গতিতে এবারের আইপিএলে উঠে আসা উমরানের। ১৪ ম্যাচে ২২ উইকেট নেন তিনি। নির্বাচিত হন আইপিএলের সেরা উঠতি ক্রিকেটারের সন্মান পেয়েছেন উমরান।
এবার দেশে হয়ে আগামী ১৮ ই নভেম্বর থেকে শুরু হতে চলা ভারত – নিউজিল্যান্ডে (IND vs NZ 2022) টি ২০ সিরিজে খেলবেন উমরান। তার আগে সাংবাদিক সম্মেলনে এই তরুণ পেসার সম্পর্কে কেন উইলিয়ামসন বলেছেন –
“উমরান মালিক দারুণ প্রতিভাবান একজন ক্রিকেটার। আমি শেষ আইপিএলে ওর সাথে খেলেছি। ওর পেস চোখ ধাঁধানো। যেটা ভারতের সম্পদ। এবার আন্তর্জাতিক ক্রিকেটের আসরে ওকে খেলতে দেখা যাবে, এটা ওর কাছে বিরাট ব্যাপার। দলে দেড়শোর অধিক গতিতে বল করতে পারা বোলার থাকা মানে দারুণ একটা ব্যাপার। এরকম একজন বোলার কে পাওয়ায় নতুন আশার আলো দেখছে ভারত। এরকম নিয়মিত খেলার সুযোগ পেলে ভীষণ কাজে দেবে ওর।”
হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে নয়া ভারতীয় ক্রিকেট দল টি ২০ সিরিজে কেমন পারফরম্যান্স দেয়। এখন সেটাই দেখার বিষয় হতে চলেছে। ২০২৪ সালের টি ২০ বিশ্বকাপের জন্যে দল গঠনের প্রক্রিয়া এই সিরিজ দিয়ে শুরু করবে ভারত। (IND vs NZ 2022)
আরও পড়ুনঃ IND vs NZ 2022 : হার্দিকের ভারতকে হাল্কাভাবে নেওয়ার কোনও কারণ দেখছেন না উইলিয়ামসন
Looking in 👌 shape for the upcoming tour, Umran! 🙌
— SunRisers Hyderabad (@SunRisers) November 11, 2022
🎥: @umran_malik_01 | #OrangeArmy pic.twitter.com/zVwVowyFjL
আগামী ১৮ ই নভেম্বর, শুক্রবার ওয়েলিংটনে সিরিজের প্রথম টি ২০ ম্যাচে মুখোমুখি হবে ভারত – নিউজিল্যান্ড। এরপর ২০ শে নভেম্বর মাউন্ট মাউনগানুইতে খেলা হবে দ্বিতীয় টি ২০ ম্যাচ। সিরিজের শেষ টি ২০ ম্যাচ ২২ শে নভেম্বর নেপিয়ারে খেলা হবে। (IND vs NZ 2022)
NZ T20I squad for IND vs NZ 2022 :
Hardik Pandya (C), Rishabh Pant (vc & wk), Shubman Gill, Ishan Kishan, Deepak Hooda, Surya Kumar Yadav, Shreyas Iyer, Sanju Samson (wk), W Sundar, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Arshdeep Singh, Harshal Patel, Mohd. Siraj, Bhuvneshwar Kumar, Umran Malik.
আরও পড়ুনঃ IPL 2023 : “মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে পারবো না” : আইপিএল থেকে অবসর নিলেন পোলার্ড