
T20 World Cup 2022 – ফের আরেকবার গতবছর টি ২০ বিশ্বকাপের ফাইনালের মতো খেলতে পারলেন না কেন উইলিয়ামসন (Kane Williamson)। সিডনিতে শনিবার দলের জয় পাওয়ার দিন ২৩ বলে ২৩ রান করে আউট হয়ে যান কিউয়ি অধিনায়ক। জস হ্যাজেলউডের বিপক্ষে তিনটে ডট বল হজম করে ইনিংস শুরু করেন কেন। ফিন, কনওয়েরা যখন ঝড়ের গতিতে রান জুড়ে চলেছেন, তখন কেনের এমন ব্যাটিং দারুণ দৃষ্টি কটু লেগেছে ফ্যানেদের কাছে। জাম্পার বলে রিভার্স স্যুইপ চালাতে গিয়ে আউট হন ক্যাপ্টেন কেন। পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচিত হন তিনি।
এদিন, ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। নিউজিল্যান্ডের টি ২০ কিংবদন্তি মার্টিন গুপ্টিলের পরিবর্তে এদিন দলে সুযোগ হয়েছিলো অ্যালেনের। এটাই ছিলো তার টি ২০ বিশ্বকাপের প্রথম ম্যাচ। আর সেই প্রথম ম্যাচটা একটা অসাধারণ ঝোড়ো ইনিংস খেলে স্মরণীয় করে রাখলেন এই কিউয়ি ক্রিকেটার। অস্ট্রেলিয়ার নতুন বলের আক্রমণ’কে এদিন দাড়াতেই দেননি তিনি। খেলেন ১৬ বলে ৪২ রানের একটি ঝোড়ো ইনিংস। এরকম’ই একটা শুরুয়াতের প্রত্যাশায় ছিলো কিউয়িরা। (T20 World Cup 2022)
When it comes to consistency, Kane Williamson 🔥😍 #AUSvNZ pic.twitter.com/WMsBP6Qbhx
— TukTuk Academy (@TukTuk_Academy) October 22, 2022
Rizwan and Babar watching this Williamson 23 (23) masterclass pic.twitter.com/7FEQp40gXM
— Tony Bhai (@QaIandar) October 22, 2022
Conway when Williamson got out pic.twitter.com/v3tw3Ydc55
— yang yoo (@GongRight) October 22, 2022
Kane Williamson out. Aussies celebrating outside. Kiwis celebrating inside.
— Abijit Ganguly (@AbijitG) October 22, 2022
Why take sleeping pills when you can simply watch Kane Williamson play T20s? 😴
— Ricky talks Cricket (@CricRicky) October 22, 2022
অ্যালেনের এমন ঝোড়ো পারফরম্যান্স নিউজিল্যান্ডের আরেক ওপেনার ডেভন কনওয়ে’কে ম্যাচে খানিকটা থিতু হতে সময় দিয়েছে। অ্যালেন ফেরার পর রুদ্রমূর্তি ধারন করেন কনওয়ে। রক্ষনের খোলস ছেড়ে আক্রমণের বর্ম পড়ে নেন তিনি, আর তারপর বেধড়ক পেটাতে শুরু করেন অস্ট্রেলিয়ার ব্যাটার’দের। মাঠ ছাড়েন ৯২* রান করে।
উইলিয়ামসন আউট হয়ে যাওয়ার পর পরে গ্লেন ফিলিপ্স’রা নিউজিল্যান্ড’কে স্কোরবোর্ডে ২০০ রান তুলতে সাহায্য করেছেন। অস্ট্রেলিয়ার তরফে সেরা বোলার জস হ্যাজেলউড, তিনি নিয়েছেন ২ টি উইকেট।
পরে ব্যাটিং করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। ওয়ার্নার, মার্শের মতো অস্ট্রেলিয়ার নির্ভরযোগ্য ব্যাটারদের উইকেট ফেলে দেন সাউদি। এরপর স্যান্টনারের বলে বড় শট খেলতে যাওয়া স্টিওনিস’কে একটি চোখ ধাঁধানো ক্যাচে আউট করেন গ্লেন ফিলিপস, নিঃসন্দেহে এই ক্যাচকে এবছর টি ২০ বিশ্বকাপের সেরা ক্যাচ বলা চলে।
স্টিওনিসের স্যুইপার কভার অঞ্চলের দিকে মারা শট হাওয়ায় উড়ে তালুবন্দি করেন ফিলিপস। গোটা সিডনির মাঠ স্তব্ধ হয়ে যায় নিউজিল্যান্ডের ক্রিকেটারের কীর্তি দেখে।
ক্রমাগত কিউয়ি বোলারদের চাপে শেষে ১১১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া এই ম্যাচে।
New Zealand Playing XI for T20 World Cup 2022 against Australia :
Devon Conway (w), Finn Allen, Kane Williamson (c), Glenn Phillips, Mark Chapman, James Neesham, Mitchell Santner, Tim Southee, Ish Sodhi, Lockie Ferguson, Trent Boult.
Australia Playing XI for T20 World Cup 2022 against New Zealand :
Aaron Finch (c), David Warner, Mitchell Marsh, Glenn Maxwell, Marcus Stoinis, Tim David, Matthew Wade (w), Pat Cummins, Mitchell Starc, Adam Zampa, Josh Hazlewood.
আরও পড়ুনঃ T20 World Cup 2022 : শাহীন-শামির মধ্যে তুলনা প্রসঙ্গে বিরাট মন্তব্য করলেন কপিল দেব