Kaka – উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসরে যোগদান করাটা একেবারে ঠিক বলে মনে করেন ব্রাজিল এবং এসি মিলানের কিংবদন্তি ফুটবলার কাকা। পিয়ারস মর্গানকে একটি বিস্ফোরক সাক্ষাৎকার দেওয়ার পর ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়েন রোনাল্ডো।
পাঁচ বারের ব্যালন ডি’ওর জয়ী রোনাল্ডো চ্যাম্পিয়ান্স লিগের কোনও ক্লাব খুঁজছিলেন। কিন্তু কেউ তাকে নিতে আগ্রহ দেখায়নি। এর পর রেকর্ড ২০০ মিলিয়ন ইউরোর প্রতি বছরের বিনিময়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগদান করেছিলেন। (Kaka)
রোনাল্ডোর সৌদি আরবের ক্লাবে যোগদানের সিদ্ধান্তকে সমর্থন করে কাকা বলেছেন – (Kaka)
“আমার মনে হয় খেলতে খেলতে রোনাল্ডো খেলা ছাড়তে চায়। ও বিশেষ প্লেয়ার। ওর কাছে ফুটবল মানে খালি জেতা। হার পছন্দ নয়। আমার মতে এখনকার অধিকাংশ ফুটবলার এটা বোঝে না। কোনো ম্যাচে জয় মানে জয়, আর হারলে ঠিক আছে, এমন নয় বিষয়টি”
Cristiano Ronaldo doing Cristiano Ronaldo things ✨ pic.twitter.com/6bIzxMyHDm
— GOAL (@goal) January 23, 2023
গত ২২ শে জানুয়ারি আল – এত্তিফাকের বিরুদ্ধে আল নাসরের হয়ে অভিষেক করেছিলেন রোনাল্ডো। সেই ম্যাচে ১-০ গোলে জয়লাভ পায় তার দল। নতুন দলের হয়ে প্রথম হার হজম করেছিলেন সম্প্রতি সৌদি সুপার কাপে, আল ইত্তিহাদের বিরুদ্ধে ৩-১ গোলে হার হজম করেছিলো রোনাল্ডোর ক্লাব আল নাসর।
আরও পড়ুনঃ Babar Azam : পাকিস্তান সুপার লিগে সেঞ্চুরি করাটাই স্বপ্ন বাবর আজমের
রোনাল্ডোর কাছে এখন বড়ো চ্যালেঞ্জ হতে চলেছে তার দলকে জয়ের স্মরণীতে ফেরানো, তাই আগামী শুক্রবার (৩ রা ফেব্রুয়ারি) সৌদি প্রো লিগের ম্যাচে আল ফাতেহর বিরুদ্ধে জয় তুলে নেওয়াটাই তার অন্যতম লক্ষ্য। ইতিমধ্যে সেই ম্যাচের জন্যে প্রস্তুতির নেওয়ার বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রোনাল্ডো।
সদ্য নতুন ক্লাবে যোগ দিলেও ইতিমধ্যে অধিনায়কত্বের আর্মব্যান্ড উঠেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হাতে। এখন তার অন্যতম গুরুদায়িত্ব লিগে দলের শীর্ষস্থান ধরে রাখতে সাহায্য করা। যদিও নতুন ক্লাবে এখনো গোলের খাতা খুলতে পারেনি রোনাল্ডো।
আরও পড়ুনঃ IND vs NZ 2023 : জনপ্রিয় শো ‘রোডিস’ এর অনুকরণ করলেন গিল’রা, দেখুন ভিডিও