আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের ফাইনালের ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড। আর এই ম্যাচ চলাকালীনই রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউড। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ – এর পাওয়ারপ্লেতে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি।
ইনিংসের চতুর্থ ওভারে কিউই ওপেনার ড্যারিল মিচেলকে আউট করে এই রেকর্ড গড়েন হ্যাজেলউড।

আরও পড়ুনঃ সুনীল থেকে শিখর, দেশের সর্বোচ্চ বিভিন্ন সন্মানে সন্মানিত হলেন দেশের এই সকল ক্রীড়াবিদ’রা !
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক ফিঞ্চ।
অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড কখনোই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি। তাই আজকের এই ম্যাচের মধ্যে দিয়ে নতুন টি-টোয়েন্টি বিশ্বকাপ বিজয়ী পেতে চলেছে গোটা বিশ্ব।