Cristiano Ronaldo সদ্য সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগদান করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রিপোর্ট অনুযায়ী ম্যানচেস্টার ইউনাইটেডের এজেন্ট জর্জ মেন্ডেসের কোনও রকম ভূমিকা নেই এক্ষেত্রে। যা কাজ করেছেন সবটুকু তার ব্যক্তিগত ম্যানেজার রিকি রেগুফে।
গত মাসে ম্যানচেস্টার ইউনাইটেড রোনাল্ডোর সাথে চুক্তি ছিন্ন করার পর থেকে তার ক্লাব ফুটবল ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছিল। পিয়েরস মর্গ্যানকে দেওয়া একটি বিস্ফোরক সাক্ষাৎকারের জেরে যাবতীয় সমস্যার সূত্রপাত। (Cristiano Ronaldo)
🚨| Jorge Mendes wasn’t in Madrid for Al-Nassr’s meeting with Cristiano Ronaldo. Their relationship is fragile. @diarioas
— Madrid Zone (@theMadridZone) December 31, 2022
ইউরোপের কোনও বড়ো ক্লাবে খেলার ইচ্ছা ছিলো রোনাল্ডোর। কিন্তু এবার সেটা আর সম্ভব হলোনা। ৩৭ বছর বয়সী এই ফুটবলার’কে এবার খেলতে দেখা যাবে সৌদি আরবের ক্লাব আল নাসরে। ক্লাবের তরফে ইনস্টাগ্রামে এই খবর জানিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ Ashton Agar : ভারতে টেস্ট ম্যাচ খেলার জন্যে মুখিয়ে আছেন অ্যাস্টন অ্যাগার
“এই খবর ইতিহাস গড়ার থেকেও বড়ো। এই সাইনিংটা আমাদের ক্লাবকে সাফল্য পাওয়ার ক্ষেত্রে এগিয়ে দিলোনা শুধু, পাশাপাশি সমৃদ্ধ করলো আমাদের লিগ, দেশ, ভবিষ্যৎ প্রজন্ম কেও। আল নাসরে স্বাগতম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।”
ইউরোপিয়ান ক্লাব টুর্নামেন্টে সেরা ফুটবলার’কে এবার দাপট দেখাতে দেখা যাবে ভিন্ন মহাদেশের ক্লাব ফুটবলের আসরে। এখনও পর্যন্ত নিজের বর্ণময় ক্লাব ফুটবল কেরিয়ারে রোনাল্ডো খেলেছিলেন – স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড (দুই দফা), রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাস।