Joginder Sharma – জোহানেসবার্গে ২০০৭ সালের প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ওভারে যোগিন্দর শর্মার বোলিং ভুলতে পারবেন না কেউই। পাকিস্তানের বিপক্ষে মেগা ফাইনাল ম্যাচে অসামান্য বোলিং পারফরম্যান্স দিয়েছিলেন তিনি। বিশ্বকাপ জয়ী এই ভারতীয় পেসার অবসর নিলেন ক্রিকেট থেকে।
প্রথম বারের বিশ্বকাপ ফাইনালের মেগা ফাইনালে শেষ ওভারে জয়ের জন্য ১৩ রানের প্রয়োজন ছিলো পাকিস্তানের। এমন সময় ছয় মারেন মিসবাহ উল হক, এরপর জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন হয়ে দাড়ায় চার বলে ছয় রান। কিন্তু এরপরের বলটা স্কুপ চালাতে গিয়ে মিসবাহ ভুল করে বসেন, শর্ট ফাইন লেগে দাড়িয়ে থাকা শ্রীসন্থ তাকে তালুবন্দী করতে কোনও ভুল করেননি।
This day, in 2⃣0⃣0⃣7⃣#TeamIndia were crowned World T20 Champions 😎🇮🇳 pic.twitter.com/o7gUrTF8XN
— BCCI (@BCCI) September 24, 2019
Announced retirement from cricket Thanks to each and everyone for your love and support 🙏❤️👍👍 pic.twitter.com/A2G9JJd515
— Joginder Sharma 🇮🇳 (@MJoginderSharma) February 3, 2023
আরও পড়ুনঃ IND vs AUS 2023 : পন্তের অবর্তমানে অস্ট্রেলিয়া সিরিজে ভারতের তুরুপের তাসকে চেনালেন অশ্বিন
ফাইনালে পাকিস্তানকে পাঁচ রানে হারিয়ে প্রথম বারের টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলো ভারত। বর্তমানে হরিয়ানার ডেপুটি সুপারিনটেনডেন্ট যোগিন্দর (Joginder Sharma), সোশ্যাল মিডিয়ায় একটি ট্যুইট করেছেন তিনি। সেখানে তিনি বলেছেন –
“আজ আমি আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিলাম। ২০০২ থেকে ২০১৭ সাল অবধি আমার জার্নিটা অসাধারণ ছিলো। ভারতের হয়ে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুবই গর্বিত।
আমাকে সুযোগ দেওয়ার জন্যে আমি আজীবন ঋনি হয়ে থাকবো ভারত, হরিয়ানার ক্রিকেট সংস্থা, চেন্নাই সুপার কিংস এবং হরিয়ানা সরকারের।”
২০০৪ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে অভিষেক করেন মিডিয়াম পেসার যোগিন্দর শর্মা। দেশের হয়ে চারটি ওয়ানডে এবং চারটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি। মোট মিলিয়ে উইকেট নেন ৫ টি। ২০০৭ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল তার কেরিয়ারে শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিলো। হরিয়ানার হয়ে ৭৭ টা প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছিলেন যোগিন্দর, ২৯৭ টা উইকেট নেওয়ার পাশাপাশি ২৮০৪ রান করেছিলেন তিনি।