
Joginder Sharma – শুক্রবার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন জোগিন্দর শর্মা। দেশের হয়ে ওনাকে শেষ বার খেলতে দেখা গেছে ২০০৭ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে, সেইবার শেষ ওভারে চমকপ্রদ বোলিং করে ভারতকে প্রথম বারের টি টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ান হতে সাহায্য করেছিলেন যোগীন্দর শর্মা।
শেষ ওভারে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির হাতে বল তুলে দিয়েছিলেন তখন ছয় বলে ১৩ রান করার প্রয়োজন ছিলো পাকিস্তানের। ধোনির এহেন সিদ্ধান্ত অনেকের মনে প্রশ্ন তৈরী করেছিলো, কারণ তখনো কোটার এক ওভার ছিলো হরভজন সিংয়ের হাতে। (Joginder Sharma)
The good old days 😁@rpsingh tells us all why @MJoginderSharma bowled that final over in the 2007 T20 World Cup final 🏏
— JioCinema (@JioCinema) February 3, 2023
More such moments on #JioCinema, #Sports18 & @ColorsTvTamil 📺📲#SA20 #SA20onJioCinema #SA20onSports18 pic.twitter.com/Ia92TU9sbk
ধোনির শেষ ওভারে যোগীন্দর শর্মার হাতে বল তুলে দেওয়ার কারণ জানালেন আরপি সিং। তিনি বলেছেন, (Joginder Sharma)
“মহেন্দ্র সিং ধোনি সব সময় মনে করেন ১৭, ১৮, ১৯ ওভার ভীষণ গুরুত্বপূর্ণ ২০ ওভারের থেকে। যদি হরভজন সিং ১৭ তম ওভারে বল করতে এসে একটা উইকেট ও তুলে নিতো তাহলে কোনও ফারাক হতোনা, কারণ ওইদিন মিসবাহ উল হক আলাদা মেজাজে ছিলো, যেকোনো পরিকল্পনা ভেস্তে যেতে পারতো, তাই হরভজন সিংয়ের কোটার চার ওভার বোলিং করানো যায়নি।
আমি ১৯ তম ওভারে বোলিং করেছি, তার আগের ১৮ তম ওভারে শ্রীসন্থ বোলিং করেছিল, তাই ২০ নম্বর ওভার হয় যোগীন্দর অথবা হরভজন কে দিয়ে করাতে হতো। মিসবাহ ভালো ব্যাট করেছিল, যদি কোনও বা হাতি ব্যাটার ব্যাট করতো তাহলে হরভজনকে বোলিংয়ে পাঠানো যেতো। তবে আমরা যোগীন্দর কে দিয়ে বোলিং করানোর সিদ্ধান্ত নিয়েছিলাম, তার কারণ আমাদের মনে হয়েছিল মিসবাহকে আটকাতে পারবে ও।”
আরও পড়ুনঃ Hardik Pandya : হার্দিকের চোখ এবার টেস্ট দলে প্রত্যাবর্তনে