Jofra Archer : ইংল্যান্ড দলে প্রত‍্যাবর্তন করলেন জোফ্রা আর্চার

0
24
Jofra Archer returned to the England team
Jofra Archer returned to the England team

Jofra Archer – দীর্ঘ বিরতির পর অবশেষে ইংল্যান্ডের জার্সি গায়ে খেলতে নামতে চলেছেন ডান হাতি পেসার জোফ্রা আর্চার। ২০২১ সালের মার্চ মাসের পর ফের আর্চার’কে তার জাতীয় দলের হয়ে মাঠে নামতে দেখা যাবে। কনুইয়ের চোট পাওয়ার পর একাধিক বার সার্জারি করা হয়েছিল তার। ২০২৩ সালে জানুয়ারির মাঝামাঝি সাউথ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজের ইংল্যান্ড দলে জায়গা পেলেন তিনি।

২০২১ সালের জুলাই মাসে শেষ বার কোনও প্রতিযোগিতা মূলক ক্রিকেট খেলতে দেখা গেছিলো আর্চারকে, সাসেক্সের হয়ে ভিটালিটি ব্লাস্টে খেলেছিলেন তিনি। এরপর চোটের জেরে একাধিক গুরুত্বপূর্ণ সিরিজ বা টুর্নামেন্টে ইংল্যান্ডের জার্সি গায়ে মাঠে নামতে পারেননি তিনি। এরমধ্যে আছে দুটো টি টোয়েন্টি বিশ্বকাপ, একটি অ্যাসেজ। (Jofra Archer)

সদ‍্য পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজে দারুণ পারফরম্যান্স দিয়েছিলেন হ‍্যারি ব্রুকস। সিরিজ সেরার পুরস্কার পেয়েছিলেন। এই প্রথম বার ইংল্যান্ডের ওয়ানডে দলে জায়গা পেলেন তিনি। ২০১৬ সালের পর নটিংহ‍্যামশায়ারের ব‍্যাটার বেন ডাকেট ফের ইংল্যান্ডের ওয়ানডে দলে জায়গা পেলেন। (Jofra Archer)

ইদানিং একেবারেই ফর্মে নেই জেসন রয়। তবুও তার উপর আরেকবার আস্থা দেখালো ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট।

পাকিস্তানে টেস্ট সফরে বিস্তর পরিশ্রম করেছিলেন মার্ক উড, তাই তাকে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। (Jofra Archer)

অ্যাঙ্কেলে চোটের জন্যে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয়নি রেসে টোপলের। তিনিও ফিরলেন ইংল্যান্ডের সীমিত ওভারের দলে। ২০২০ সালের ডিসেম্বর খেলার কথা ছিলো এই তিন ম‍্যাচের ওডিআই সিরিজ। কিন্তু ওইসয় দুই শিবিরে করোনা হানা দেওয়ায় বাতিল করা হয়েছিলো এই সিরিজ।

আরও পড়ুনঃ BAN vs IND 2022 : উমেশ, অশ্বিনের বোলিং দাপটে নিঃস্ব বাংলাদেশ, মীরপুরের টেস্ট ম‍্যাচের নিয়ন্ত্রণ ভারতের হাতে

২৭, ২৯ জানুয়ারি এবং ১ লা ফেব্রুয়ারি খেলা হবে সিরিজের তিনটি ওডিআই ম‍্যাচ, প্রথম দুটি ব্লুমফন্টেনে এবং শেষটি কিমবেরলেতে। তিনটি ম‍্যাচ ই ওডিআই সুপার লিগের অংশ।

England Men’s ODI squad :

Jos Buttler (Lancashire) Captain, Moeen Ali (Warwickshire), Jofra Archer (Sussex), Harry Brook (Yorkshire), Sam Curran (Surrey), Ben Duckett (Nottinghamshire), Dawid Malan (Yorkshire), Adil Rashid (Yorkshire), Jason Roy (Surrey), Phil Salt (Lancashire), Olly Stone (Nottinghamshire), Reece Topley (Surrey), David Willey (Northamptonshire), Chris Woakes (Warwickshire).

আরও পড়ুনঃ IPL 2023 : মিনি নিলামের আগে CSK এর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুললেন তারকা বিদেশি পেসার