Jhulan Goswami – ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদহ এক্সপ্রেস’এর কাজ শেষ করলেন অনুষ্কা শর্মা। শুটিংয়ের শেষ দিন ফাইনাল ক্লাপ দিলেন স্বয়ং ঝুলন নিজেই।
ভারতের মহিলা ক্রিকেটের ইতিহাসে অন্যতম অন্যতম সেরা পেস বোলার বলা হয় ঝুলন গোস্বামীকে। ২০০২ সালে আন্তর্জাতিক অভিষেক করেন তিনি। ৪০ বছর বয়সী এই ভারতীয় ক্রিকেটার দেশের হয়ে ১২ টা টেস্ট, ২০৪ ওয়ানডে এবং ৬৮ টা টি ২০ ম্যাচ খেলেছিলেন। নিয়েছেন ৩৫৫ টা আন্তর্জাতিক উইকেট। (Jhulan Goswami)
মঙ্গলবার এই ছবির নাম ভূমিকায় অভিনেত্রী এবং প্রযোজক অনুষ্কা শর্মা ট্যুইট করে জানিয়েছেন যে ‘চাকদহ এক্সপ্রেস’ ছবির কাজ সম্পূর্ণ হয়েছে। (Jhulan Goswami)
শুটিং স্পটের বেশ কিছু ছবি শেয়ার করেছেন অনুষ্কা। ধন্যবাদ জানিয়েছেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটারকে শেষ দিন উপস্থিত থাকার জন্যে। ইনস্টাগ্রামের সেই পোস্টে অনুষ্কা লিখেছেন –
“চাকদহ এক্সপ্রেস ছবির শুটিংয়ের কাজ শেষ হলো। ধন্যবাদ ঝুলন গোস্বামী’কে শুটিংয়ের শেষ দিন উপস্থিত থাকার জন্যে।”
চলতি বছরে ইংল্যান্ড সফরের পর আন্তর্জাতিক ক্রিকেট’কে বিদায় জানিয়েছেন ঝুলন গোস্বামী। সেপ্টেম্বর মাসে সেই সফর শেষ হয়েছিল। ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সেই সিরিজ জিতেছিলো ভারত, সিরিজ জয় দিয়ে নিজের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টেনেছিলেন ঝুলন।
ওয়ানডে ক্রিকেটে ২৫৫ উইকেট নিয়েছেন ঝুলন। যা মহিলাদের ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক ওয়ানডে উইকেট নেওয়ার রেকর্ড। ২০০৭ সালে আইসিসির বর্ষসেরা মহিলা ক্রিকেটার হয়েছিলেন ঝুলন গোস্বামী। ২০১০ সালে পান অর্জুন পুরস্কার, ২০১২ সালে পেয়েছেন পদ্মশ্রী।
আরও পড়ুনঃ Sanju Samson : নতুন বছরে সঞ্জুকে ধারাবাহিক ভাবে সুযোগ দেওয়ার দাবি জানালেন ওয়াসিম জাফর