
T20 World Cup 2022 – অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারের ভারতের প্রতি দূর্বলতা নতুন কোনও বিষয় নয়। সম্প্রতি আইসিসির তরফে সামনে আসা একটি ভিডিও’তে তারকা এই অজি ওপেনার জনপ্রিয় ভারতীয় ছবি “পুষ্পা” র ডায়লগ অনুকরণ করতে দেখা গেছে।
গতবারের টি ২০ বিশ্বচ্যাম্পিয়ান অস্ট্রেলিয়া। এবছর তাদের কাছে ঘরের মাঠে টি ২০ বিশ্বচ্যাম্পিয়নের শিরোপা দখলে রাখার সুবর্ণ সুযোগ আছে। শুক্রবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের মধ্যে দিয়ে টি ২০ বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে অস্ট্রেলিয়া। (T20 World Cup 2022)
শুক্রবার আইসিসির অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও ছাড়া হয়েছে যেখানে ডেভিড ওয়ার্নার’কে দেখা গেছে হিন্দি বলতে, অজি ওপেনার বলছেন ‘অল্প অল্প হিন্দি আমিও বলতে শিখেছি’। (T20 World Cup 2022)
ওয়ার্নারের হিন্দি বুলি পছন্দ করেছেন ফ্যানেরা। বেশ কিছু চমকপ্রদ কমেন্ট’ও সেই ভিডিও পোস্টে লক্ষ্য করা গেছে।
বহু বছর ধরে আইপিএল খেলে আসছেন ওয়ার্নার। সেই সুবাদে অত্যন্ত জনপ্রিয় মুখ তিনি ভারতীয় ক্রিকেটে। ভারতীয় সংস্কৃতির প্রেমে বহু আগেই পড়েছিলেন এই অজি ওপেনার। প্রায়শই রিলস ভিডিও’তে জনপ্রিয় সব ভারতীয় অভিনেতাদের মুখের অবয়বের উপর নিজের মুখ বসিয়ে ভিডিও ছাড়তে দেখা যায় ওয়ার্নার’কে। (T20 World Cup 2022)
আগামী সপ্তাহে ৩৬ এ পা দেবেন ওয়ার্নার। বর্তমানে বেশ দারুণ ছন্দে আছেন এই অজি তারকা। এর মাঝে তার ক্রিকেট ভবিষ্যত নিয়ে উঠেছে প্রশ্ন। এবিষয়ে ‘The Sunday Morning Herald’ কে নিজের বাকি ক্রিকেট কেরিয়ার নিয়ে খোলামেলা আলোচনা করতে দেখা গেছে ওয়ার্নারকে। তিনি বলেছেন –
“টি ২০ খেলা চালিয়ে যাবো, অন্তত ২০২৪ সালের বিশ্বকাপ অবধি তো নিশ্চয়ই। আগামী বছর ভারতের মাঠে অনুষ্ঠিত হতে চলা ৫০ ওভারের বিশ্বকাপেও খেলবো আমি।”
তবে টেস্ট ক্রিকেটে খেলা জারি রাখবেন কিনা, সেটা অবশ্য বলতে শোনা যায়নি ওয়ার্নার’কে। ক্রিকেটের ঐতিহ্যবাহী এই ফর্ম্যাটে খেলার বিষয় তার বক্তব্য –
“এবছর খেলে বুঝতে হবে আমার মধ্যে আর কতোটা টেস্ট ক্রিকেট খেলার ক্ষমতা অবশিষ্ট আছে। এরপর আগামী বছর গুলো’তে তিন ফর্ম্যাটে খেলবো কিনা সেই বিষয় সিদ্ধান্ত নেবো।”
গতবছর আরব আমিরাতের মাঠে প্রথম বারের মতো টি ২০ বিশ্বকাপ জিতেছিলো অস্ট্রেলিয়া। ওয়ার্নার নির্বাচিত হয়েছিলেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটার। সাত ম্যাচে ৪৮.১৬ গড়ে ১৪৬.৭০ এর স্ট্রাইক রেটে ২৮৯ রান করেছিলেন এই অজি ওপেনার।