WPL Auction 2023 : পাক বধের সুফল রাতারাতি পেলেন জেমিমাহ রডরিগেজ 

0
19
Jemimah Rodrigues got the benefit of defeating Pakistan in WPL Auction 2023
Jemimah Rodrigues got the benefit of defeating Pakistan in WPL Auction 2023

WPL Auction 2023 – মহিলাদের প্রিমিয়ার লিগে ভারতীয় ব‍্যাটার জেমিমাহ রডরিগেজকে দিল্লি ক‍্যাপিটালস দলের হয়ে খেলতে দেখা যাবে। ৫০ লাখ টাকা বেস প্রাইস ছিলো এই মার্কি তালিকায় থাকা ক্রিকেটারের।

জেমিমাহকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছিলো ইউপি ওয়ারিওরজ এবং দিল্লি ক‍্যাপিটালস। দুই দলের মধ্যে এই ক্রিকেটারকে নেওয়ার লড়াই চরমে পৌঁছে যায়। তবে জেমিমাহর দাম ১.৮০ কোটি টাকা ছাড়াতেই ইউপির দল লড়াই থেকে ছিটকে যায়। (WPL Auction 2023)

ইউপি ছিটকে গেলেও দমবার পাত্র ছিলোনা মুম্বাই ইন্ডিয়ান্স। এই ভারতীয় ব‍্যাটারকে দলে নিতে একপ্রকার বদ্ধপরিকর ছিলো তারাও। শেষ অবধি ২.২০ কোটি টাকার বিনিময়ে দিল্লি ক‍্যাপিটালসে যোগদান করলেন জেমিমাহ। (WPL Auction 2023)

সদ‍্য কেপটাউনে টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম‍্যাচে অসাধারণ জয়লাভ করেছিলো ভারত। ম‍্যাচে ভারতের জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জেমিমাহ। (WPL Auction 2023)

আরও পড়ুনঃ WPL Auction 2023 : আরসিবির হয়ে মাঠ মাতাবেন বাংলার রিচা, রাতারাতি হলেন কোটিপতি !

এখনও অবধি ৬৬ টা টি টোয়েন্টি ম‍্যাচ খেলেছিলেন জেমিমাহ। ৩০.৭১ গড়ে ১৬২৮ রান করেছেন। আছে দশটা হাফ সেঞ্চুরি। ব‍্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স দেওয়ার সুবাদে বিদেশি লিগে খেলার সুযোগ পেয়েছিলেন।

মেয়েদের বিগব‌্যাশ লিগে মেলবোর্ন স্টার্স এবং মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলার অভিজ্ঞতা আছে জেমিমাহর। এছাড়া ‘দ‍্য হান্ড্রেড’এ নর্থান সুপারচার্জাসের হয়ে খেলতে দেখা গেছে তাকে।

২০২১ সালে দ‍্য হ‍্যান্ড্রেডের প্রথম মরশুমে দ্বিতীয় সর্বাধিক রান করার রেকর্ড গড়লেন তিনি। সাত ম‍্যাচে ২৪৯ রান করেছিলেন, সর্বোচ্চ ৯২* নট আউট।

আরও পড়ুনঃ WPL Auction 2023 : কোটি টাকার অধিকদামে মুম্বাই ইন্ডিয়ান্স দলে নিলো ভারত অধিনায়ক হরমনপ্রীত কউরকে