সম্প্রতি ১২ বছর পর ভারতের টেস্ট ক্রিকেট দলে প্রত্যাবর্তন করেছিলেন জয়দেব উনাদকাট (Jaydev Unadkat)। এরপরও তার দারুণ ছন্দ অব্যাহত থাকলো। সৌরাষ্ট্রের অধিনায়ক দিল্লির বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে তার দাপুটে বোলিং বজায় রাখলেন।
এদিন ধ্রুব শোরে, বৈভব রাওয়াল এবং যশ ধুলের উইকেট তুলে নেওয়ার মধ্যে দিয়ে রঞ্জি ট্রফির ইতিহাসে প্রথম বোলার হিসেবে ইনিংসের প্রথম ওভারে হ্যাট ট্রিক করার রেকর্ড গড়লেন জয়দেব উনাদকাট (Jaydev Unadkat)। এদিন দুরন্ত লাইন – লেংথে বোলিং করে কার্যত দিল্লির ব্যাটারদের দাড়াতেই দিলেন না জয়দেব। ফলে খেলার ৫ ওভারের পর ১০ রানে ৭ উইকেট হারিয়ে বসে দিল্লি।
#JaydevUnadkat becomes the 1st bowler to pick hat-trick in first over vs Delhi#RanjiTrophy https://t.co/bJQ0W7lJMz
— Zee News English (@ZeeNewsEnglish) January 3, 2023
আরও পড়ুনঃ IND vs SL 2023 : নেট সেশনে দারুণ চোখ ধাঁধানো সব শট খেললেন সূর্য কুমার যাদব, দেখুন ভিডিও
ভারতের জাতীয় দলে প্রত্যাবর্তনে ৩ উইকেট তুলে নিয়েছিলেন উনাদকাট (Jaydev Unadkat)। এদিন দাপুটে পারফরম্যান্স দেওয়ার মধ্যে দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজে নিজের খেলার সম্ভাবনা জোড়ালো করে তুললেন তিনি। গত কয়েক বছর ধরে লাল বলের ক্রিকেটে দারুণ ধারাবাহিকতার সাথে বোলিং করে আসছেন জয়দেব। মঙ্গলবার’ও তাই বজায় থাকলো ইতিমধ্যে ৬ উইকেট তুলে নিয়েছেন তিনি।
দিল্লির প্রথম চার ব্যাটার শোরে, রাওয়াল, ধুল এবং নতুন ওপেনার বাদোনি সবাই শূন্য রানে আউট হয়ে ফিরেছেন এদিন। উনাদকাটের এ্যাকুইরেসির বিরুদ্ধে দাড়াতে পারেননি কেউ। অবশ্য বাদোনির উইকেট নেন চিরাগ জানি। এছাড়া উনাদকাটের বাকি তিন শিকার জন্টি সিঁধু, ললিত যাদব এবং লক্ষ্য।