
Jaydev Unadkat – ২০১০ সালে সাউথ আফ্রিকা সফরে টেস্ট অভিষেক করেছিলেন ভারতের পেসার জয়দেব উনাদকাট। এরপর ভারত মাঝে আরো ১১৮ টা টেস্ট ম্যাচ খেলেছিলো, তার মধ্যে একটাও ম্যাচে জয়দেবের খেলার সুযোগ হয়নি। কিন্তু হার মানেননি সৌরাষ্ট্রের এই অভিজ্ঞ, অবশেষে দেশের হয়ে দ্বিতীয় বারের মতো টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেলেন তিনি সদ্য সমাপ্ত বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ঢাকায়।
সম্প্রতি তার এই জার্নির প্রসঙ্গ তুলে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন জয়দেব। সেখানে তার অভিষেক টেস্ট ম্যাচের জার্সি এবং দ্বিতীয় টেস্ট ম্যাচের জার্সির ছবি পোস্ট করেছেন জয়দেব। ইতিমধ্যে সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। (Jaydev Unadkat)
প্রসঙ্গত, ঢাকায় কামব্যাক টেস্টে অসাধারণ পারফরম্যান্স দিয়েছেন অভিজ্ঞ ভারতীয় পেসার জয়দেব উনাদকাট। সৌরাষ্ট্রের এই অভিজ্ঞ ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেটের দৈত্য বলে অভিহিত করে ভূয়সী প্রশংসা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর। সৌরাষ্ট্রকে রঞ্জি এবং বিজয় হাজারে ট্রফি জিতিয়েছিলেন জয়দেব অধিনায়ক হিসেবে। (Jaydev Unadkat)
ESPN Cricinfo কে ওয়াসিম জাফর বলেছেন,
“প্রথমেই বলি আমি খুব হয়েছিলাম টেস্ট দলে জয়দেব উনাদকাটের নাম দেখে, ২০১০ সালে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলো ও। কিন্তু তারপর থেকে ও কি পরিশ্রমটাই না করেছে, সে সৌরাষ্ট্র হোক অথবা ওয়েস্ট জোন হোক কিংবা ভারত এ। যখনই সুযোগ পেয়েছে, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে জয়দেব। সৌরাষ্ট্র কে রঞ্জি ট্রফি এবং বিজয় হাজারে ট্রফি জিততে সাহায্য করেছিলো। ঘরোয়া ক্রিকেটের অন্যতম এক দৈত্য ক্রিকেটার। একদশকের বেশি সময় ধরে পরিশ্রম করার ফল পেলো ও।”
আরও পড়ুনঃ AUS vs SA 2022 : দর্শকরা নকল করলো রাবাদার এক্সারসাইজ, ভাইরাল হলো ভিডিও
একদশকের বেশি সময় ধরে ভারতের ঘরোয়া ক্রিকেটে অন্যতম পরিচিত মুখ ওয়াসিম জাফর। আর এই কারণেই নিয়মিত ছন্দে টানা বোলিং করে গেলেন এদিন,
“জয়দেব সুযোগ পেয়েই প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে ম্যাচে। মুশফিকুর রহিমের উইকেট তুলে নেন তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনশো – চারশো উইকেট নিয়েছেন। প্রথম দিনের খেলায় তার প্রভাব অনস্বীকার্য।”
২০১০ সালে সাউথ আফ্রিকার মাটিতে টেস্ট অভিষেক করার পর দীর্ঘ ১২ বছর বাদে টেস্ট খেলার সুযোগ পেয়ছেন জয়দেব উনাদকাট ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে। মুশফিকুর রহিম এবং প্রথম টেস্ট ম্যাচে সেঞ্চুরি করা জাকির হাসানের উইকেট তুলে নিয়েছিলেন তিনি।