Jasprit Bumrah : ভারতের পেস বিভাগের হীরের টুকরো, ২৯ এ পা দিলেন জসপ্রীত বুমরাহ

0
8
Jasprit Bumrah : The diamond in India's pace department, Jasprit Bumrah stepped on 29
Jasprit Bumrah : The diamond in India's pace department, Jasprit Bumrah stepped on 29

Jasprit Bumrah – মঙ্গলবার, ৬ ই ডিসেম্বর ২৯ এ পা দিলেন জসপ্রীত বুমরাহ। এই মুহূর্তে পিঠের চোট সারাচ্ছেন তিনি, এর ফলে অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয়নি তার।

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সে খেলাকালীণ নজর কাড়েন বুমরাহ, এরপর দ্রুত ভারতীয় দলে সুযোগ হয় তার। এরপর বাকিটা ইতিহাস বলা চলে। ২০১৬ সালে টেস্ট অভিষেক হয় বুমরাহ’র (Jasprit Bumrah)। এরপর কয়েক বছর পর টেস্ট অভিষেক করেন তিনি। ভারতের হয়ে এখনো অবধি ৩০ টা টেস্ট, ৭২ টা ওয়ানডে ৬০ টি ২০ ম‍্যাচ খেলেছিলেন বুমরাহ, নিয়েছেন যথাক্রমে ১২৮, ১২১ এবং ৭০ টা উইকেট।

বুমরাহ’র আইপিএল রেকর্ড’ও চোখ ধাঁধানো।২০১৩ সালে আইপিএল অভিষেক করেন বুমরাহ। ১২০ ম‍্যাচে ১৪৫ উইকেট নিয়েছেন তিনি। ২৩.৩০ গড়ে, তার ইকনমি রেট ৭ ৩৯। সেরা ফিগার ১০ রানে ৫ উইকেট। (Jasprit Bumrah)

সোশ্যাল মিডিয়ায় জন্মদিনে ফ‍্যানদের শুভেচ্ছা বার্তায় ভেসেছেন বুমরাহ (Jasprit Bumrah)।

আরও পড়ুন : IND vs BAN 2022 : ক‍্যাপ্টেন নিজে ফর্মে না থাকলে ড্রেসিংরুমে ঝামেলা বাঁধবে, রোহিত’কে খোঁচা কোহলি’র কোচের

বুমরাহ হলেন প্রথম এশিয়ার বোলার যিনি এক ক‍্যালেন্ডার ইয়ারে – সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মাটিতে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার নজির গড়েছেন।

ভারতীয় বোলার হিসেবে অভিষেক বছরে সবচেয়ে বেশী উইকেট নেওয়ার নজির তার দখলে। ২০১৮ সালে ৯ টেস্ট ম‍্যাচে ৪৮ উইকেট তুলে নিয়ে এই রেকর্ড গড়েন তিনি। ভেঙে দেন দিলীপ দোশীর উইকেট, ১৯৭৯ সালে দোশি ৪০ উইকেট নিয়েছিলেন।

টেস্টে এক ওভারে সবচেয়ে বেশী রান করার রেকর্ড তার দখলে। ২০২২ সালে জুলাই মাসে এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে এক ওভারে ৩৫ রান করেছিলেন তিনি। ওই একই টেস্ট ম্যাচে ষষ্ঠ ভারতীয় বোলার হিসেবে SENA দেশে ১০০ টেস্ট উইকেট নেওয়ার নজির গড়েন, এর আগে এই রেকর্ড দখলে ছিলো কপিল দেব, অনিল কু্ম্বলে, ইশান্ত শর্মা, জাহির খান এবং মহম্মদ শামির।

আরও পড়ুন : IND vs BAN 2022 : দ্বিতীয় ওডিআই তে ভারত জিতবেই, দাবী ওয়াসিম জাফরের