Jasprit Bumrah – ইতিমধ্যে নাগপুরে বর্ডার গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়াকে দাপটের সাথে হারিয়েছিলো ভারতীয় ক্রিকেট দল। আগামী শুক্রবার থেকে দিল্লিতে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দেশ। এর মাঝে চরম দুঃসংবাদ ঘনিয়ে এলো ভারতীয় শিবিরে। চোটের কারণে গোটা ভারত – অস্ট্রেলিয়া সিরিজেই খেলা হবেনা পেসার জসপ্রীত বুমরাহ’র। অর্থাৎ অসিদের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট বা একদিন, কোনও সিরিজেই খেলবেন না তিনি। পাশাপাশি দ্বিতীয় টেস্টে শ্রেয়স আইয়ারকেও খেলতে দেখার সম্ভাবনা কম।
নিশ্চিত ভাবে বুমরাহ’র গোটা সিরিজ থেকে ছিটকে যাওয়ার ব্যাপারটা দারুণ চিন্তার কারণ হয়ে দাড়ালো রোহিত – রাহুলদের কাছে। শোনা যাচ্ছে অতীতের অভিজ্ঞতা থেকে বিচার করে জসপ্রীত বুমরাহ’কে নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চাইছেনা ভারতীয় ক্রিকেট বোর্ড। টিম ম্যানেজমেন্টের বিশ্বাস চলতি বর্ডার গাভাস্কার ট্রফির টেস্ট সিরিজে অসিদের বিরাট ব্যবধানে হারিয়ে টেস্ট সিরিজ জিতবে ভারত। অর্থাৎ ইংল্যান্ডের ওভালে আগামী ৭ ই জুন থেকে ১১ ই জুন জুড়ে যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়াননিপের ফাইনাল খেলা হবে, সেই ম্যাচে দলের খেলার ব্যাপারে দারুণ আশাবাদী টিম ম্যানেজমেন্ট। তাই বুমরাহ’কে সেই ম্যাচে পুরোপুরি ফিট পেতে এই সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
এছাড়া অক্টোবর মাসে আবার ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ’ও আছে। সেই গুরুত্বপূর্ণ প্রতিযোগীতায় জসপ্রীত বুমরাহ’কে যে ভারতের ভীষণ ভাবে প্রয়োজন, সেই কথা আর আলাদাভাবে বলার দাবী রাখেনা। তাই ভারতের ক্রিকেট বোর্ড এবং টিম ম্যানেজমেন্ট বুমরাহ’কে নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চাইছেনা। (Jasprit Bumrah)
তবে এই মুহূর্তে দেশের হয়ে না খেললেও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে খেলবেন জসপ্রীত বুমরাহ। জাতীয় দলের ফেরার আগে এই প্রতিযোগীতায় তার পারফরম্যান্সে নজর থাকবে টিম ম্যানেজমেন্টের। বোর্ডের সূত্রের বক্তব্য এবারের আইপিএলে বুমরাহ কে খেলাকালীণ কোনও ঝুঁকি নিতে বারণ করা হবে। কারণ আর নতুন করে চোট লাগুক দেশের এক নম্বর পেসারের সেটা চান না তারা। কারণ আইপিএলের তুলনায় অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে তারপর অনুষ্ঠিত হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনালকে। (Jasprit Bumrah)
Weathering the storm my own way 🪄 pic.twitter.com/9cFqwrwRSw
— Shreyas Iyer (@ShreyasIyer15) February 9, 2023
আরও পড়ুনঃ Suryakumar Yadav : বহুবছর পর অটোতে স্ত্রীকে নিয়ে সফরে বেড়োলেন সূর্য কুমার যাদব
নাগপুর টেস্টে খেলা হয়নি শ্রেয়স আইয়ারের। ওই সময় বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চোট সারানোর কাজে লেগে ছিলেন তিনি। এখন চোট সেরে গেলেও তিনি দ্বিতীয় টেস্ট শুরুর আগে যোগ দিচ্ছেন না দলের সাথে, এমনটাই শোনা যাচ্ছে। এরমধ্যে একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আইয়ার। প্রস্তুতি নেওয়ার সেই সকল ভিডিওতে ফ্যানেদের কাছে আইয়ার তার বক্তব্যে একটা বিষয় স্পষ্ট করেছিলেন যে মাঠে নামার জন্যে প্রস্তুত। (Jasprit Bumrah)
আসলে আইয়ারের ক্ষেত্রে সমস্যা হলো দীর্ঘ মাস খানেক কোনও প্রতিযোগীতা মূলক ম্যাচে খেলেননি তিনি। তাই দুম করে তাকে খেলতে নামাতে চাইছেনা টিম ম্যানেজমেন্ট। তিনি কি রকম পরিস্থিতিতে আছে। সেটা দেখার জন্যে আইয়ারকে ইরানি কাপে অবশিষ্ট ভারতীয় দলে রাখা হয়েছে। আগামী ১ লা মার্চ থেকে ৫ ই মার্চ জুড়ে খেলা হতে চলা সেই ম্যাচে শেষ বারের রঞ্জি ট্রফি বিজয়ী মধ্যপ্রদেশের বিরুদ্ধে খেলতে দেখা যাবে ভারতের এই মিডর ব্যাটারকে।
আরও পড়ুনঃ WPL Auction 2023 : দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন চুঁচুড়ার তিতাস সাধু