
Jasprit Bumrah – মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভারত – শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ। আর সেই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ। গত ১০ ই জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই সিরিজের ভারতীয় দলে যোগ করা হলো বুমরাহ’কে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির তরফে তাকে ফিট ঘোষণা করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু সিরিজ শুরুর ঠিক আগের মুহূর্তে সেই সিদ্ধান্ত বদলায় বিসিসিআই।
Indian Express এর রিপোর্ট অনুযায়ী বুমরাহ কে চলতি বছরে সব ধরনের ফর্ম্যাটের বোলার হিসেবে ভাবা হচ্ছে না ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টি মাথায় রেখে। কারণ ঘরের মাঠে এবছর ওয়ানডে বিশ্বকাপ থাকায়, বুমরাহ কে নিয়ে এবার কোনও ঝুঁকি নিতে চাইছেনা বোর্ড।
সেই রিপোর্টে উল্লেখ আছে এই অভিজ্ঞ সিনিয়ার পেসার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলবেন না। তবে আইপিএল খেলবেন কিনা, সেটা সেখানে স্পষ্ট করা হয়নি। আগামী মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন কিনা বুমরাহ (Jasprit Bumrah), সেটাও সেখানে স্পষ্ট করা হয়নি।
“শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও খেলার সম্ভাবনা কম বুমরাহ’র (Jasprit Bumrah)। ফেব্রুয়ারি – মার্চ মাস জুড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজেও খেলার সম্ভাবনা কম বুমরাহ’র। এবছর শেষের দিকে ওয়ানডে বিশ্বকাপ, তাকে সেখানে পুরোপুরি ফিট চাইছে বোর্ড।” – এমনটাই উল্লেখিত রয়েছে সেই রিপোর্টে।
২০২২ সালের সেপ্টেম্বর মাসের থেকে এখনও অবধি কোনও প্রতিযোগীতা মূলক ম্যাচে খেলতে দেখা যায়নি জসপ্রীত বুমরাহ’কে (Jasprit Bumrah)। গতবছর এশিয়া কাপ মিস করেছিলেন তিনি পিঠের চোটের জন্যে, সেটা পুরোপুরি সেরে ওঠার আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলার জন্যে ডেকে নেওয়া হয় তাকে। এর ফলে ফের চোট পান, এবং মিস করেন টি টোয়েন্টি বিশ্বকাপ।
মঙ্গলবার ১০ ই জানুয়ারি গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজের মধ্যে দিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন করার কথা ছিলো তারকা ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ।
India squad for Sri Lanka ODIs :
Rohit Sharma (Captain), Shubman Gill, Virat Kohli, Suryakumar Yadav, Shreyas Iyer, KL Rahul (wk), Ishan Kishan (wk), Hardik Pandya (VC), Washington Sundar, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Axar Patel, Mohd. Shami, Mohd. Siraj, Umran Malik, Arshdeep Singh.
আরও পড়ুনঃ Hugo Lloris : আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী অধিনায়ক