বুধবার কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) জার্মানি’কে ২-১ গোলে হারিয়ে দিলো জাপান।
ম্যাচের ৩৩ মিনিটে ইকাই গুন্দোগান পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দিয়েছিলো জার্মানিকে। ২০১৪ সালে বিশ্বচ্যাম্পিয়ন’রা প্রথমার্ধে এক গোলে এগিয়ে গেছিলো। ১৪ টা গোল করার সুযোগ পেয়েছিলো জার্মান’রা, কিন্তু একটিও গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধেও সুযোগ নষ্টের বহর জারি ছিলো। (FIFA World Cup 2022)
গোল মিসের খেসারত দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে দেয় জার্মানি। শক্তিশালী মানসিকতার পরিচয় দিয়ে ম্যাচে ঘুরে দাড়ানোর চেষ্টা করে জাপান।
An opening defeat 😧#GER #FIFAWorldCup #GERJPN 1-2 pic.twitter.com/5UVgotdRMn
— Germany (@DFB_Team_EN) November 23, 2022
এশিয়ার দৈত্যদের তরফে রিটসু দোয়ান গোল করেন। মিনাআমিনোর ক্রস থেকে ন্যুয়ার’কে পরাস্ত করেন তিনি। সমতায় ফেরে জাপান।
এরপর মোরিয়াসুর ছেলেরা টানা আক্রমণ চালাতে থাকে জার্মান ব্রিগেডের উপর। ।৮৩ মিনিটে জাপানের তরফে আরেকটি গোল করেন টাকুমা আসানো। জার্মানির নিকো স্কোলট্টেরব্যাক কে পরাস্ত করে দর্শনীয় শটে জালে বল জড়িয়ে দেন। (FIFA World Cup 2022)
পরবর্তী সময়ে গোল শোধ করার মরিয়া চেষ্টা চালায় জার্মানি। কিন্তু নাছোড়বান্দা ব্লু সামুরাইরা হাল ছাড়েননি কিছুতেই। ম্যাচ হেরে মাঠ ছাড়েন ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়ন’রা।
আগামী ২৭ শে নভেম্বর স্পেনের মুখোমুখি হবে জার্মানি।
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : মরোক্কোর বিরুদ্ধে গোলশূন্য ড্র করলো ক্রোয়েশিয়া