Lanka Premier League 2022 : লঙ্কা প্রিমিয়ার লিগ জেতার হ‍্যাটট্রিক করলেন জাফনা কিংস

0
23
Jaffna Kings scored a hat trick to win the Lanka Premier League 2022
Jaffna Kings scored a hat trick to win the Lanka Premier League 2022

Lanka Premier League 2022 – ২০২০ এবং ২০২১ এর পর ২০২২ সালের’ও লঙ্কা প্রিমিয়ার লিগ জিতে নিলো জাফনা কি‌ংস। ফাইনালে কলম্বো স্টারসকে ২ উইকেটে হারিয়ে লঙ্কার লিগ জয়ের হ‍্যাটট্রিক সম্পূর্ণ করলো তারা।

প্রেমদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিলো ফাইনাল ম‍্যাচ। টসে জিতে কলম্বো স্টারসকে ব‍্যাট করতে পাঠায় জাফনা কিংস। জবাবে প্রথম ব‍্যাট করে কলম্বো দল  ২০ ওভারে ১৬৩ রান তোলে ৫ উইকেট হারিয়ে। (Lanka Premier League 2022)

কলম্বো স্টারসের হয়ে সর্বোচ্চ রান করেন দীনেশ চান্দিমাল, ৪৯। অপরাজিত ৪৭* রানের ইনিংস খেলেন রবি বোপারা। উল্টো দিকে জাফনা কিংসের হয়ে একটি করে উইকেট নিয়েছেন – থিসারা পেরেরা, মহেশ থেকশানা, দুনিথ ওয়েললাগে এবং বিনুরা ফার্নান্দো। (Lanka Premier League 2022)

পরবর্তী সময়ে লঙ্কা প্রিমিয়ার লিগ জয়ের হ‍্যাটট্রিক করতে নেমে ১৯.২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৪ রান তুলে ফেলে জাফনা কিংস। হাফ সেঞ্চুরি করেছেন আবিষ্কা ফার্নান্দো, ৪৪ রান করেন সাদিরা সামারাবিক্রমা। কলম্বোর হয়ে লাকমল তিনটি এবং হাওয়েল দুটো উইকেট নেন। ফাইনালের ম‍্যাচের সেরা ক্রিকেটারের সন্মান পেয়েছেন আবিষ্কা ফার্নান্দো। টুর্নামেন্ট সেরার পুরস্কার পেয়েছেন সাথিরা সামারাবিক্রমা। (Lanka Premier League 2022)

আরও পড়ুনঃ IPL 2023 Auction : বাংলাদেশের লিটন – সাকিব যোগ দিলো কলকাতা নাইট রাইর্ডাসে 

প্রথমে ব্যাট করতে নেমে এক রানের জন্যে হাফ সেঞ্চুরি মিস করেন কলম্বো স্টারসের চান্দিমাল। ৩৩ বলে ৪৭ রান করেন বোপারা। নবি করেন ৯ বলে ১৫ রান। ২৩ বলে ৩১ রান করেন আসালাঙ্কা।

এরপর জাফনা কিংসের হয়ে শুরুতেই ঝড় তোলেন কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে আসন্ন মরশুমের আইপিএলে খেলতে চলা ওপেনার গুরবাজ, ১৮ বলে ৩৬ রান করেন। ৪৩ বলে হাফ সেঞ্চুরি করেন আবিস্কা ফার্নান্দো। ২৭ বলে ঝোড়ো ৪৪ রানের ইনিংস খেলেন সাদিরা সামারাবিক্রমা। একটা সময় জয় পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছিলো জাফনা কিংসের, তবে দলকে টানা তিনবারের মতো চ‍্যাম্পিয়ান হওয়ার পথ দেখান বিনুরা।

আরও পড়ুনঃ IPL 2023 Auction : বিশ্বরেকর্ড গড়া নারায়ণ এলো কলকাতায়