IND vs SL 2023 – ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে খেলতে নামার আগে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন শ্রীলঙ্কার সাদা বলের অধিনায়ক দাসুন সানাকা। শেষবার যখন ভারত সফরে এসেছিলো শ্রীলঙ্কা, তখন ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল তারা। তবে এশিয়া কাপের মঞ্চে দুই দলের শেষ সাক্ষাৎ – এ ভারতকে হারিয়ে দিয়েছিলো লঙ্কা ব্রিগেড।
দাসুন সানাকার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার ক্রিকেট দল শেষ বার কোনও টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলো অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ। তবে সংশ্লিষ্ট টুর্নামেন্টে উল্লেখযোগ্য কিছুই করে উঠতে পারেনি এশিয়া কাপ চ্যাম্পিয়ান দেশ। (IND vs SL 2023)
Sri Lanka limited over squad led by Dasun Shanaka left the SLC HQ premises short while ago to embark on their tour to India.🛫 #INDvSL pic.twitter.com/qqzbE2d2kA
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) December 31, 2022
ভারতের মাটিতে ভারতের বিপক্ষে খেলা খুবই কঠিন একটা বিষয়, মুম্বাইতে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে খেলতে নামার আগে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন দাসুন সানাকা। তিনি বলেছেন –
“প্রথম ম্যাচ সব সময়ই ভীষণ গুরুত্বপূর্ণ। ভারতের এবারের দলটায় অনেক বদল এসেছে। আমাদের দলেও বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার আছে। আমরা এখন সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামার জন্য মুখিয়ে আছি। প্রথম ম্যাচে ভালো খেলতে পারলে পরের ম্যাচ গুলোর জন্যে ভালো ছন্দ পাওয়া যাবে একটা।”
আরও পড়ুনঃ PAK vs NZ 2nd Test : কনওয়ের সেঞ্চুরি করার পর দারুণ প্রত্যাবর্তন করলো পাকিস্তান
সানাকা আরও বলেন –
“আমরা বিশ্বকাপে ভালো খেলতে পারেনি। তাই এই সিরিজে ভালো কিছু করে দেখাতে চাই। অস্ট্রেলিয়ার মাটিতে সংশ্লিষ্ট সিরিজে আমাদের দলের একাধিক তারকারা প্রত্যাশিত ছন্দে খেলতে পারেননি, কিন্তু প্রসঙ্গ যখন এশিয়ার বুকে ক্রিকেট খেলার, তখন আমরা এখানকার পিচ গুলোর সম্পর্কে ওয়াকিবহাল। ভারত বরাবর ভালো দল, আমাদের ভারতকে হারাতে হলে ভালো ক্রিকেট খেলতে হবে।”
Sri Lanka’s squad for IND vs SL 2023 :
Dasun Shanaka (C), Pathum Nissanka, Avishka Fernando, Sadeera Samarawickrama, Kusal Mendis (v-c for ODIs), Bhanuka Rajapaksa (only for T20Is), Charith Asalanka, Dhananjaya de Silva, Wanindu Hasaranga (v-c for T20Is), Ashen Bandara, Maheesh Theekshana, Jeffrey Vandersay (only for ODIs), Chamika Karunaratne, Dilshan Madushanka, Kasun Rajitha, Nuwanidu Fernando (only for ODIs), Dunith Wellalage, Pramod Madushan, Lahiru Kumara and Nuwan Thushara (only for T20I).
আরও পড়ুনঃ Abhimanyu Easwaran : রাত পোহালে নিজের নামের স্টেডিয়ামে খেলতে নামছেন অভিমুন্য ইশ্বরণ