এমাসের শুরুর দিকে করোনায় আক্রান্ত হয়েছিলেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিও মেসি। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন এখনও পুরোপুরি সেরে ওঠেননি তাই তার ফের মাঠে নামতে বেশ খানিকটা সময় লাগবে।
রোসারিও’তে পরিবারের সাথে ছুটি কাটানো কালীণ কোভিড আক্রান্ত হন মেসি। গত ৫ ই জানুয়ারি মারণ ভাইরাসে আক্রান্ত হন তিনি।
৭ বারের ব্যালন ডি’ওর জয়ী মেসি নিভৃতবাসে থাকাকালীন পিএসজি’র হয়ে দুটো ম্যাচে মাঠে নামতে পারেননি।
সদ্য জানা গেছিলো কোভিড জয় করেছেন লিও, তাহলে তারপরও তার সেরে উঠতে এতোটা সময় লাগছে কেনো ? ইতিমধ্যে তার ভক্তদের মনে এই প্রশ্নের উদ্রেক হয়েছিলো। সেই প্রশ্নের জবাব দিয়ে দিলেন লিও তার সাম্প্রতিক তম Instagram পোস্টে।
“কোভিডে আক্রান্ত হয়েছিলাম, তাই আমি আপনাদের ধন্যবাদ জানাই যারা আমার সুস্থতা কামনা করেছিলেন। আমার সেরে উঠতে স্বাভাবিকের থেকে অনেক’টাই সময় লাগছে। তবে বর্তমানে প্রায় সুস্থ আমি। এখন মুখিয়ে আছি মাঠে নামার জন্য। নিজেকে ফের ১০০ শতাংশ মাঠে ফিরে পেতে খুব শীঘ্রই অনুশীলনে নামবো। এবছর একাধিক চ্যালেঞ্জ আছে আমার সামনে, আশা করি খুব শীঘ্রই সবার সাথে দেখা হবে মাঠে।”
আরও পড়ুনঃ U 19 WC : নজর রাখুন অস্ট্রেলিয়ার Connolly এবং Radhakrishnan-এর উপর!
গত সপ্তাহে করোনা নেগেটিভ হওয়ার পর পিএসজি’র সদরদপ্তরে একাই অনুশীলন চালাচ্ছেন লিও। EPSN Argentina র খবর অনুযায়ী এসপ্তাহের ফ্রেঞ্চ লিগের ম্যাচে ব্রেস্টের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না তিনি।
আগামী ১৫ ই ফেব্রুয়ারি চ্যাম্পিয়ান্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে পিএসজি।
আরও পড়ুনঃ ঢপ দিয়েছেন Ramiz Raja ?! আইসিসির বক্তব্য উঠছে প্রশ্ন